দেশ

রাষ্ট্রীয় বাল পুরস্কারে নজর কাড়ল ছোট্ট দাবাড়ু অনীশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের প্রেক্ষাগৃহই হোক বা ভারত মণ্ডপম, কলকাতার এক রত্তি ছেলেটাই নজর কাড়ল দিল্লির। সংসদ ভবন দেখাতে নিয়ে গেলেও তাই। কইখালির অনীশ সরকার। বয়স মাত্র তিন বছর ১১ মাস। সামনের ২৬ জানুয়ারি চার হবে। দাবা খেলায় অসামান্য প্রতিভার জন্য বৃহস্পতিবার তাঁকে দেওয়া হল ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার।’ নিজের কাছে টেনে সম্মান জানালেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরিয়ে দিলেন সোনায় মোড়া ১০০ গ্রাম রুপোয় তৈরি পদক। হাতে তুলে দিলেন শংসাপত্র। যা পেয়ে আনন্দিত অনীশ। 
স্রেফ সম্মান দেওয়াই নয়, এদিন এই জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়েও বারবার অনীশের নাম নিলেন দ্রৌপদী মুর্মু। দর্শকদের অনুরোধ করলেন, অনীশের জন্য আপনারা বিশেষ করতালি দিন। এইটুকু ছেলে কী প্রতিভাধর! মা রেশমা বললেন, সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান অনীশ। সে যে এই বয়সে এতদূর আসবে ভাবতেই পারিনি।
বাংলায় ‘অনূর্ধ্ব-নয়’ দাবা প্রতিযোগিতায় র‌্যাঙ্ক করেছে ২৪। আট পয়েন্টের মধ্যে স্কোর সাড়ে পাঁচ। আর তারই ফলে ইন্টারন্যাশনাল চেজ ফেডারেশন (ফিডে)র সবচেয়ে কনিষ্ঠ দাবাড়ু হিসেবে নিজের নাম নথিভূক্ত করেছে অনীশ। দিব্যেন্দু বড়ুয়াই তাঁর নাম সুপারিশ করে দিল্লিতে। সব কিছু খতিয়ে দেখে প্রধানমন্ত্রী বাল পুরস্কারের জন্য বেছে নেয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। মোট ১৭ জন বালক-বালিকাকে দেওয়া হল পুরস্কার। যার মধ্যে সবেচেয়ে ছোট্টটি কলকাতার অনীশই। খোদ প্রধানমন্ত্রীও তাঁকে কাছে টেনে রেখেছিলেন। জানতে চাইলেন, কী করে মাৎ কর বিপক্ষকে? হিন্দি বোঝে না অনীশ। তাই মোদির কথার জবাব দিতে পারেনি। তবে হেসে বলেছে, আমি দাবা খেলি। আর তুমি? 
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা