দেশ

রূপান্তরকামীর সঙ্গে ছেলের সম্পর্ক, মানতে না পেরে আত্মঘাতী দম্পতি

অমরাবতী: রূপান্তরকামীকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ২৪ বছরের তরুণ। তা মেনে নিতে না পেরে বৃহস্পতিবার আত্মঘাতী হলেন তাঁর মা-বাবা। অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত দম্পতির নাম সুব্বা রায়ডু (৪৫) ও সরস্বতী (৩৮)। একমাত্র সন্তান সুনীল কুমারের জন্য পাত্রী ঠিক করেছিলেন তাঁরা। বি টেক শেষ করে অটোরিকশা চালাতেন সুনীল। গত তিন বছর ধরে স্থানীয় রূপান্তরকামী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন সুনীল। পাশাপাশি একজন রূপান্তরকামীর সঙ্গেও তাঁর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি সুনীলের বাবা-মা। তাঁরা চাইতেন না ছেলে ওই গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখুক। হামেশাই ছেলের সঙ্গে এনিয়ে তাঁদের আকচা-আকচি লেগেই থাকত। আচমকা একদিন আত্মহত্যার চেষ্টা করেন সুনীল। তারপরই ছেলের জন্য পাত্রী স্থির করেন সুব্বা ও সরস্বতী। তা নিয়ে ছেলের সঙ্গে বিবাদ চরমে পৌঁছয়। রূপান্তরকামী বন্ধুর সঙ্গে আলাদা থাকতে শুরু করেন সুনীল। এরইমধ্যে এদিন সুব্বা ও সরস্বতীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, রূপান্তরকামী গোষ্ঠীর থেকে প্রায় দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন তরুণ। সেই টাকা ফেরত চেয়ে পরিবারের উপর চাপ দিতেন রূপান্তরকামী গোষ্ঠীর সদস্যরা। সেই ঘটনাও সুব্বা ও সরস্বতী মানসিকভাবে  ভেঙে পড়েছিলেন বলেও অনুমান।
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা