দেশ

সরকারের ২১ কোটি হাতিয়ে প্রেমিকাকে দামি উপহার, শোরগোল মহারাষ্ট্রে

মুম্বই: মহারাষ্ট্রের স্পোর্টস কমপ্লেক্সের একজন কম্পিউটার অপারেটর। চুক্তিভিত্তিক চাকরি। মাসে মাইনে মাত্র ১৩ হাজার টাকা। সেই কর্মীই কি না প্রেমিকাকে উপহার দিলেন চার কামরার ফ্ল্যাট! শুধু তাই নয়, মহার্ঘ বিএমডব্লু গাড়ি ও বাইকও কেনেন তিনি। জানা গিয়েছে, সরকারি অ্যাকাউন্টে সিঁদ কেটে ২১ কোটি টাকা হাতিয়ে এই ‘বড়লোকি চাল’ দেখিয়েছেন তিনি। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এহেন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত কর্মীর নাম হর্ষল কুমার ক্ষীরসাগর (২৩)। ঘটনা ধরা পড়ার পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।
সম্ভাজিনগরে ডিভিশনাল স্পোর্টস কমপ্লেক্সের চুক্তিভিত্তিক কর্মী হর্ষলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই তদন্তে নামে পুলিস। তদন্তে দেখা গিয়েছে, গত ১ জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত স্পোর্টস কমপ্লেক্সের মোট প্রায় ২১ কোটি ৬০ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি। মোট ১৩ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার করেছেন। ওই বিপুল অর্থ তিনি কোথায় খরচ করেছেন, তা জানতে পেরে তাজ্জব দুঁদে পুলিস অফিসাররাও। হর্ষল ছত্রপতি সম্ভাজিনগর বিমানবন্দরের কাছে প্রেমিকাকে চার কামরার একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। দেড় কোটি ও ১ কোটি ৩০ লক্ষ টাকায় দু’টি বিলাসবহুল গাড়িও কিনেছেন তিনি। একটি দামি বাইকও রয়েছে তাঁর। শহরের একটি নামী জুয়েলারির শোরুম থেকে হিরেখচিত চশমাও কেনেন। রাতারাতি তাঁর বিলাসবহুল জীবনযাপন দেখে সন্দেহ হয় অন্য কর্মীদের। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও বিষয়টি নজরে আসে। তদন্তে দেখা গিয়েছে, স্পোর্টস কমপ্লেক্সের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরানো হয়েছে। কমপ্লেসের নামে নতুন ইমেল ও পাসওয়ার্ড তৈরি করেন অভিযুক্ত। এমনকী স্পোর্টস কমপ্লেক্সের পুরনো লেটারহেডও ব্যবহার করতেন। যে কারণে যাবতীয় লেনদেনের ওটিপি তাঁর কাছেই আসত। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য স্পোর্টস ডিরেক্টরের স্বাক্ষরও স্বাক্ষরও জাল করা হয়েছিল।
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা