দেশ

তিব্বত সীমান্তে ব্রহ্মপুত্রের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণে অনুমোদন চীনের, উদ্বেগ বাড়ল ভারতের

বিশেষ সংবাদদাতা, ইটানগর: ব্রহ্মপুত্র নদের জল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দানব বাঁধ গড়ছে চীন। ভারত সীমান্তের কাছেই তিব্বতে বিশ্বের বৃহত্তম এই ড্যাম বানানোর কাজে অনুমোদন দিল বেজিং। খরচ হবে ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। তৈরি হবে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বলা হচ্ছে, ব্রহ্মপুত্রের এই বাঁধই হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় পরিকাঠামো প্রকল্প। যদিও চীনের এই প্রকল্পে একযোগে উদ্বেগ বাড়াবে ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকার দুই দেশ ভারত ও বাংলাদেশের। তাছাড়া, ‘বিশ্বের ছাদ’ তিব্বত মালভূমিতে অবস্থিত টেকটনিক প্লেটের কিনারায় গড়ে তোলা হবে বাঁধটি। এর ফলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বলেছেন, এই বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশ বন্যার জলে যখন-তখন ভেসে যাবে। যদিও প্রকল্প ঘিরে এইসব আশঙ্কা মানতে নারাজ চীন সরকার। তাদের দাবি, বিজ্ঞানকে ভিত্তি করে সর্বোত্তম প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা হবে ড্যাম ও বিদ্যুৎ কেন্দ্রটি।
তিব্বতে ব্রহ্মপুত্রকে বলা ইয়ারলুং জাংবো নদী। সেখানেই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজে অনুমোদন দিয়েছে চীনের সরকার। বৃহস্পতিবার হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের রিপোর্টে বলেছে, তিব্বতে যে জায়গায় ব্রহ্মপুত্র বিশাল ইউ-টার্ন নিয়ে অরুণাচল প্রদেশ ও বাংলাদেশে প্রবেশ করেছে, সীমান্তের কাছে হিমালয়ের কোলে ঠিক সেই জায়গায় বাঁধটি নির্মাণ করা হবে। এক লক্ষ কোটি ইউয়ান (১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার) খরচে তৈরি এই ড্যাম বিনিয়োগের নিরিখে পিছনে ফেলবে বিশ্বের সব পরিকাঠামো প্রকল্পকেই। এক্ষেত্রে এখনও পর্যন্ত শীর্ষে থাকা চীনেরই থ্রি জর্জেস ড্যামকেও ছাড়িয়ে যাবে নয়া প্রকল্পটি।
তিব্বতে ব্রহ্মপুত্রের উপর চীনের এই বিশাল বাঁধ নির্মাণের উদ্যোগ স্বাভাবিকভাবই ভারতের উদ্বেগ বাড়াচ্ছে। কারণ এই বাঁধের মাধ্যমে চীন ব্রহ্মপুত্রের বিপুল পরিমাণ জলরাশিকে নিয়ন্ত্রণ করবে। সংঘাতের কোনও মুহূর্তে শত্রুতার কারণে বিশাল পরিমাণ জল ছেড়ে ভারতীয় ভূখণ্ডে বড় ধরনের বিপদ তৈরি করতে পারে বেজিং। পরে সেই জলেই বিপদ ঘনাতে পারে বাংলাদেশেও। পাশাপাশি, তিব্বত মালভূমি টেকটনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় সেখানে হামেশায় ভূমিকম্প হয়। সেই টেকটনিক প্লেটের কিনারায় দানব বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজ শুরু হলে তার ধাক্কায় বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থেকেই যাচ্ছে। সীমান্তের একেবারে নাকের ডগায় হওয়ায় সেক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে ভারতও।    
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা