দেশ

ধেয়ে আসছিল দৈত্যাকার ঢেউ, সাপে ভর্তি জঙ্গলে জন্ম হয় ছেলে ‘সুনামি’র

পোর্ট ব্লেয়ার: ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছে ভারত মহাসাগরের নীচে প্রবল ভূমিকম্পের জেরে তৈরি হয়েছিল ভয়াবহ সুনামি। দক্ষিণ ভারতের উপকূল থেকে শুরু করে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। দৈত্যাকার ঢেউয়ের তাণ্ডবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল একাধিক বসতি। প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ। চারিদিকে শুধুই হাহাকার। এক পলকে বিষাদে পরিণত হয়েছিল বড়দিনের আনন্দ। সেই ভয়াবহ পরিস্থিতিতে আন্দামানে বিষাক্ত সাপে ভরা জঙ্গলে ছেলের জন্ম দিয়েছিলেন নমিতা রায়। নাম দিয়েছিলেন সুনামি। তখন নমিতার বয়স মাত্র ২৬। দেখতে দেখতে কেটে গিয়েছে ২০ বছর। তবুও সেদিনেরস্মৃতি যেন কিছুতেই মন থেকে মুছতে পারছেন না নমিতা। বৃহস্পতিবার সুনামির ২০তম বর্ষপূতিতে সন্তান প্রসবের সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি। 
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুগলির বাসিন্দা বলেন, ‘ওই অন্ধকার দিনের স্মৃতি মনে করতে চাই না। আমি তখন অন্তঃসত্ত্বা। দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ সবকিছু কেমন চুপচাপ হয়ে গেল। দেখলাম, উপকূল থেকে অনেক দূরে সরে গিয়েছে সমুদ্র। পাখিদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। আচমকা দেখতে পেলাম, হাট বে দ্বীপের দিকে ধেয়ে আসছে দৈত্যাকার ঢেউ। ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল মাটি। প্রাণ বাঁচাতে একটি টিলার দিকে ছুটছিলেন বাসিন্দারা। প্যানিক অ্যাটাক হওয়ায় আমি অজ্ঞান হয়ে পড়ি।’ জ্ঞান ফিরতেই স্বামী ও বড় ছেলেকে দেখে আস্বস্ত হন নমিতা। সুনামির তাণ্ডব থেকে বাঁচতে লাল টিক্রি পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন তাঁরা।  কিন্তু বিপদ তখনও কাটেনি। মহিলার কথায়, ‘রাত ১১টা ৪৯ নাগাদ প্রসব যন্ত্রণা ওঠে। আশেপাশে কোনও চিকিৎসক ছিলেন না। জঙ্গলেই আশ্রয় নিয়েছিলেন কয়েকজন মহিলা। তাঁদের সাহায্যেই পৃথিবীর আলো দেখেছিল সুনামি। জঙ্গল সাপে ভর্তি ছিল।’ নবজাতককে নিয়ে চার রাত জঙ্গলেই ছিলেন নমিতা। তিনি বলেন, ‘কোনও খাবার ছিল না। সমুদ্রের ভয়ে বাইরে যেতে পারিনি। রক্তক্ষরণের জেরে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। বাকিদের ভরসা ছিল শুধু ডাবের জল। অবশেষে চারদিন পর সেনা আমাদের উদ্ধার করে।’ 
বর্তমানে দুই ছেলেকে নিয়ে হুগলিতে থাকেন নমিতা। কোভিডে মৃত্যু হয়েছে স্বামী লক্ষ্মীনারায়ণের।সুনামির কথায়, ‘বাবার মৃত্যুর পর ফুড ডেলিভারির মাধ্যমে কষ্টের সংসার চালাতেন মা। নাম দিয়েছিলেন সুনামি কিচেন। আমি সমুদ্রবিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই।’
এদিকে বৃহস্পতিবার তামিলনাড়ুর সমুদ্রতটে সুনামিতে মৃত ব্যক্তিদের স্মরণ করলেন সরকারি আধিকারিক থেকে আম জনতা। সমুদ্র ফুল, দুধ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জ্বালানো হয় মোমবাতি। এদিনমেরিনা বিচে মৃতদের পরিবারের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন গভর্নর আর এন রবি। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা