দেশ

চলতি অর্থবর্ষে পিএফে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৪-২৫ আর্থিক বছরে কর্মী পিএফে (ইপিএফ) সুদের হার সম্ভবত বৃদ্ধি করছে না মোদি সরকার। তবে শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রের খবর, তা হয়তো কমানোও হবে না। ২০২৪-২৫ অর্থবর্ষে কর্মী পিএফে সুদের হার অপরিবর্তিতই রাখতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, এবারও ইপিএফে সুদের হার থেকে যেতে পারে ৮.২৫ শতাংশই। শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। জানা যাচ্ছে যে, দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানুয়ারি মাসের শেষ অথবা ফেব্রুয়ারি মাসের গোড়ায় ইপিএফও অছি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকেই কর্মী পিএফে ২০২৪-২৫ আর্থিক বছরে সুদের হার নির্দিষ্ট হতে চলেছে। 
কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে কর্মী পিএফে সুদের হারে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনই হয়নি। বরং অধিকাংশ অর্থবর্ষেই তা কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে তা বাড়লেও তা ছিল একেবারে নগণ্য। ২০১৫-১৬ আর্থিক বছরে ইপিএফ গ্রাহকরা বার্ষিক ৮.৮০ শতাংশ হারে সুদ পেতেন। ২০২৩-২৪ আর্থিক বছরে সেই সুদের হার কমে হয়েছে ৮.২৫ শতাংশ। কেন্দ্রের মোদি সরকারের আমলে যেসব অর্থবর্ষে তার আগের বছরের তুলনায় ইপিএফে সুদের হার সামান্য বৃদ্ধি করা হয়েছিল, সেগুলি হল ২০১৮-১৯ এবং ২০২২-২৩।  দুবারই লোকসভা ভোটের আগে।  ২০২২-২৩ আর্থিক বছরে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। এর প্রেক্ষিতে ইপিএফ গ্রাহকদের একটি বড় অংশের প্রশ্ন, মধ্যবিত্তের পকেট কি নির্ভর করবে নির্বাচনী আবহের উপর? 
একইসঙ্গে শ্রমমন্ত্রকের আর একটি সূত্রের দাবি, ইপিএফও অছি পরিষদের আগামী বৈঠকে কর্মী পিএফের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। দীর্ঘদিন ধরেই চর্চায় রয়েছে যে, মাসিক বেতনের এই ঊর্ধ্বসীমার পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করা হতে পারে। অর্থাৎ, বর্তমানে যেসব ইপিএফ গ্রাহকের মাসিক বেতন সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত, তাঁরা বাধ্যতামূলকভাবে এই সামাজিক সুরক্ষা পরিষেবা পান। ঊর্ধ্বসীমার পরিমাণ বৃদ্ধি পেলে সেইমতোই কর্মী পিএফের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে। এই বিষয়ে অবশ্য শ্রমমন্ত্রক এবং ইপিএফও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে নামপ্রকাশে অনিচ্ছুক ইপিএফও অছি পরিষদের এক সদস্য বলেন, আগামী মাসেই এগজিকিউটিভ কমিটির বৈঠক বসার কথা। সেখানেই অছি পরিষদের মিটিংয়ের যাবতীয় এজেন্ডা প্রকাশ্যে আসবে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা