দেশ

নয়া সংসদে বরাদ্দ অফিস ঘর প্রত্যাখ্যান তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো এবার তৃণমূল কংগ্রেসও নতুন সংসদ ভবনের দলীয় অফিস ঘর প্রত্যাখান করল। পুরনো সংসদ ভবনেই দলীয় অফিসের জন্য এখনকার চেয়ে অপেক্ষাকৃত বড় ঘর চাইল তারা। বর্তমানে সংবিধান সদনের (পুরনো সংসদ ভবনের বর্তমান নাম) একতলায় ২০ বি নম্বর এক চিলতে লম্বা ঘরেই বসতে হয় তৃণমূল এমপিদের। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে ওই ছোট ঘরেই বসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতানেত্রীরা দেখা করতে এলে স্থান সঙ্কুলানের জেরে খুবই সমস্যা হয়। তাই পুরনো সংসদ ভবনেই বড় ঘর চায় তৃণমূল। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বলেছেন, বর্তমানে লোকসভায় টিএমসির ২৯ জন সদস্য। রাজ্যসভায় ১৩। ফলে সংসদের অধিবেশন চলার সময় ৪২ জন সাংসদের বসার জন্য ২০ বি নম্বরের ঘরটি ছোট। ফলে লোকসভার তৃতীয় বৃহত্তম দল তৃণমূলকে অপেক্ষাকৃত বড় ঘর দেওয়া হোক। সুদীপবাবু তাঁর চিঠিতে বলেছেন, সংবিধান সদনের একতলাতেই আগে যে নোটিস অফিস ছিল, সেই ২২ এবং ২৩ নম্বর ঘর দুটি তৃণমূল কংগ্রেসকে দেওয়া হোক। যদিও ওম বিড়লা সেই চিঠির এখনও কোনও জবাব দেননি। নতুন সংসদ ভবনে এখন অধিবেশন বসে। সেখানেই রয়েছে লোকসভা-রাজ্যসভার সচিবালয়। তাই সব দলকেই নতুন ভবনে দলীয় অফিস বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোটি কোটি টাকায় ঝাঁ চকচকে ষড়ভূজাকৃতি নতুন সংসদ ভবনের ঘরগুলি প্রয়োজনের তুলনায় ছোট বলেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ। তাই পুরনো ভবনেই নিজেদের ঘর ধরে রেখেছেন ‘ইন্ডিয়া’ জোটের অধিকাংশ দল। 
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা