দেশ

 ৬৬ লক্ষেরও বেশি মামলা ঝুলছে জেলা কোর্টগুলিতে, উকিলের অভাব
 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের জেলা আদালতগুলিতে উকিলের অভাব।  যার জেরে নিষ্পত্তির অপেক্ষায় পড়ে রয়েছে ৬৬ লক্ষ ৪৩ হাজার ২৮৯টি মামলা। এমনই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ন্যায় বিভাগের পরিসংখ্যানে।
নিয়ম করে আদালত বসছে। কিন্তু নানা কারণে শুনানিই হতে পারছে না বহু মামলার। ‘ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিড’-এর তথ্য বলছে, অভিযুক্ত পলাতক হওয়ায় আটকে ৩৮ লক্ষ ২১ হাজার ২০২টি মামলা। সাক্ষীর অভাবে ২৮ লক্ষ ৬১ হাজার ৭৯৭টি মামলা পড়ে আদালতগুলিতে। এছাড়া উচ্চ আদালতের স্থগিতাদেশ, নথি না মেলার মতো কারণেও পিছিয়ে যাচ্ছে শুনানি।
দেশের বিভিন্ন জেলা আদালতে এই মুহূর্তে বিচারাধীন মামলার মোট সংখ্যাও চমকে দেওয়ার মতো। সেটি হল, ৪ কোটি ৪৪ লক্ষ ৩২ হাজার ৬৮০। যার মধ্যে এক বছরের বেশি সময় ধরে শুনানি চলছে ৬২.৯১ শতাংশ মামলার। আর ১০ বছরেরও বেশি সময় ধরে শুনানি চলছে এমন মামলার  ৯ শতাংশ।
এবার নজর দেওয়া যাক পশ্চিমবঙ্গের দিকে। রাজ্যের জেলা আদালতগুলিতে এই মুহূর্তে চলছে ৩২ লক্ষ ২৯ হাজার ৩৪৪টি মামলা। উকিলের অভাবে শুনানি হচ্ছে না ৬ লক্ষ ৫২ হাজার ৬০টি মামলার। আর অভিযুক্ত পলাতক হওয়ায় ৩ লক্ষ ২৬ হাজার ৯০টি মামলার শুনানি আটকে আছে। একইভাবে দেশের হাইকোর্টগুলিতে নিষ্পত্তির অপেক্ষায় ৬০ লক্ষ ২৩ হাজার ১৩২টি মামলা। যার মধ্যে এক বছরেরও অধিক সময় ধরে শুনানি চলছে ৭৪.২৬ শতাংশ। মোট মামলার ১০ শতাংশ হয়ে গিয়েছে ১০ বছরেরও ওপর।
আর দেশের সর্বোচ্চ আদালতের চিত্র কী? ‘ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিডে’র রেকর্ড বলছে, সুপ্রিম কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৮২ হাজার ১৫৯টি মামলা। যার মধ্যে ৩৩.৪৯ শতাংশ এক বছরেরও বেশি সময় ধরে শুনানি চলছে। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে ১৪৫টি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। যার সঙ্গে আবার যুক্ত রয়েছে ১ হাজার ১৫৩ টি মামলা। ফলে কথায় যে বলে মামলার পাহাড়! তা মোটেই মিথ্যে নয়।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা