দেশ

ভুল করেছিল হরিয়ানা সরকার, ধাওয়া করে বিজেপি প্রার্থীকে বলিয়ে ছাড়লেন কৃষকরা

ফতেহবাদ (হরিয়ানা): এবারের বিধানসভা ভোটে হরিয়ানায় কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। একে তো ১০ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। তার সঙ্গে যোগ হয়েছে কৃষকদের অসন্তোষ। বিশেষ করে মনোহরলাল খট্টর থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত—একের পর এক বিজেপি নেতার মন্তব্যে ক্ষোভ বেড়েছে কৃষকদের। সবমিলিয়ে তৃতীয়বারের ক্ষমতা দখলের লড়াই গেরুয়া দলের কাছে অত্যন্ত কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল।  পরিস্থিতি এতটাই খারাপ যে, রাজ্যের জায়গায় জায়গায় কৃষকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপি নেতাদের। ফতেহবাদ জেলার রাতিয়া আসনের বিজেপি প্রার্থী সুনীতা দুগ্গলকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হল। লাম্বা গ্রামে প্রচারে গেলে সিরসার প্রাক্তন সাংসদের কনভয় ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। তাও কোনওরকমে জনসভায় ভাষণ দিতে যান সুনীতা। কিন্তু তখনও বোঝেননি পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। বিজেপি প্রার্থী প্রচারে এসেছেন জেনেই ভারতীয় কৃষক ইউনিয়ন (বিকেইউ) খেতি বাঁচাও দলের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে আসেন। বেগতিক দেখে দুগ্গলের নিরাপত্তারক্ষীরা তাঁকে এলাকা থেকে বের করে আনেন। কিন্তু ছাড়েননি কৃষকরা। তাঁর গাড়ি ধাওয়া করেন তাঁরা। শেষ পর্যন্ত ধনি গ্রামের কাছে  তাঁকে ধরেও ফেলেন তাঁরা। কৃষক ইস্যু সম্পর্কে প্রার্থীকে অবস্থান খোলসা করতে বলেন তাঁরা। কৃষকদের সম্পর্কে বিজেপি নেতাদের বিভিন্ন বিতর্কিত মন্তব্য তুলে ধরে তাঁরা ক্ষোভ উগরে দেন। চাপের মুখে কৃষকরা যা বলতে বলেন, তাই বলেন সুনীতা দুগ্গল। বলেন, কৃষকদের রাস্তা আটকে দিতে ভুল করেছে হরিয়ানা সরকার। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে কৃষকরা যাতে দিল্লিতে ঢুকতে না পারেন, তার জন্য ব্যরিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল হরিয়ানার বিজেপি সরকার। শম্ভু ও খানাউরি সীমানায় বিক্ষোভকারীদের বিজেপি নেতারা ভুয়ো কৃষক বলে যে দাবি করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন কৃষকরা। কিন্তু তাঁরা যে প্রকৃত কৃষক, সেকথাও মেনে নেন দুগ্গল। তবে শুধু সুনীতা দুগ্গলই নন, সম্প্রতি এক জনসভায়  হিসারের বিজেপি প্রার্থী কমল গুপ্তকে চটি ছুড়ে মারেন এক বিক্ষোভকারী।
2Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা