বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সিংহভাগ পঞ্চায়েতের ৯৫ শতাংশ কাজ শেষ, দ্বিতীয় কিস্তির টাকা পাঠায়নি কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলার সিংহভাগ পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের ৯৫ শতাংশ টাকা খরচ হয়ে গিয়েছে।‌ কিন্তু অর্থ বছর শেষ হতে চললেও এখনও দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি। যার ফলে জেলায় উন্নয়নের কাজ থমকে রয়েছে। অথচ নদীয়ায় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলেই তা দ্রুত উন্নয়নের কাজে ব্যয় করা হবে। তবে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা নদীয়া জেলায় ঢুকবে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের জন্য মোট‌ একশো কোটি টাকা পেতে চলেছে নদীয়া জেলা। 
নদীয়া জেলা প্রশাসনের আধিকারিক বলেন, আমরা ইতিমধ্যেই প্রকল্পের কাজ টেন্ডার করে এগিয়ে রেখেছি, যাতে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকলেই দ্রুত কাজ শুরু করা যায়। খুব শিগগিরই সেই টাকা ঢুকবে বলে জানা গিয়েছে। নদীয়া জেলার সিংহভাগ পঞ্চায়েত উন্নয়নমূলক কাজে দ্রুত গতিতে টাকা খরচ করেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়ে, নদীয়া জেলায় মোট ১৮৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ১৫৫টি গ্রাম পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের ৯৫ শতাংশ টাকা খরচ করে ফেলেছে। ১৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যাদের টাকা খরচ ১০০ শতাংশ ছুঁয়ে গিয়েছে‌। হাঁসখালি ব্লকের মামজোয়া, রামনগর বড়চুপরিয়া-২, দক্ষিণপাড়া-১ পঞ্চায়েত, কৃষ্ণনগর-১ ব্লকের দোগাছি পঞ্চায়েত, কৃষ্ণনগর-২ ব্লকের, নওপাড়া-১, বেলপুকুর পঞ্চায়েত, চাকদহ ব্লকের চাঁদুড়িয়া-১, দেওলি পঞ্চায়েত, কালীগঞ্জ ব্লকের পানিঘাট, করিমপুর-২ ব্লকের, নারায়ণপুর-২, নতিডাঙা-১ সহ বেশ কয়েকটি পঞ্চায়েত একশো শতাংশ টাকা খরচ করে ফেলেছে।‌
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৯৯ শতাংশ টাকা খরচ করেছে জেলার ৬৯টি পঞ্চায়েত। করিমপুর-২ ব্লকের নন্দনপুর পঞ্চায়েত, কল্যাণী ব্লকের সেগুনা পঞ্চায়েত, কৃষ্ণনগর-১ ব্লকের ভালুকা পঞ্চায়েত, হাঁসখালি ব্লকের গজনা পঞ্চায়েত টাকা প্রায় একশো শতাংশ ছুঁই ছুঁই। জেলার ৩২টি পঞ্চায়েত ৯৮ শতাংশ টাকা খরচ করেছে। আবার ৩৬টি পঞ্চায়েত ৯৫ থেকে ৯৭ শতাংশ টাকা খরচ করেছে। 
প্রসঙ্গত, প্রতিবছর কেন্দ্র সরকারের তরফ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দু’টি কিস্তিতে পাঠানো হয়। চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা পাঠানোর আগেই, বিগত বছরগুলোতেই পড়ে থাকা টাকা 
খরচে জোর দেওয়া হয়েছিল। 
চলতি অর্থ বছরের আগস্ট মাস নাগাদ প্রথম কিস্তির ১০৫ কোটি 
পেয়েছিল নদীয়া। সেই টাকার সিংহভাগটাই উন্নয়নের কাছে খরচ হয়ে গিয়েছে। রাজ্যের মধ্যে টাকা খরচের নিরিখে বর্তমানে প্রথম সারিতে রয়েছে নদীয়া। উল্লেখ্য নতুন বছর শুরুতেই কেন্দ্র সরকারের তরফ থেকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর কথা। কিন্তু মার্চ মাস পড়তে চলল, এখনও সেই টাকা পায়নি জেলা প্রশাসন।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা