বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে হেনস্তা

মুম্বই, ২ মার্চ: মহারাষ্ট্রে আরও প্রকট হল শাসক শিবির মহাযুতির ফাটল। জোটের প্রধান দুই শরিক বিজেপি এবং সিন্ধেপন্থী শিবসেনার মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের মুখ দেখাদেখিও কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী। আজ, রবিবার তিনি বলেন, জলগাঁওতে সন্ত মুক্তাই যাত্রা চলাকালীন তাঁর নাবালিকা কন্যা-সহ কয়েকজন মেয়েকে হেনস্তা করা হয়েছে। আজ এনিয়ে পুলিসে অভিযোগও জানিয়েছেন ওই বিজেপি নেত্রী। শোনা যাচ্ছে, অভিযুক্তরা দাগি সমাজবিরোধী ও স্থানীয় সিন্ধেপন্থী শিবসেনা বিধায়ক চন্দ্রকান্ত পাতিলের কাছের লোক হিসেবে পরিচিত।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বিজেপি নেত্রী বলেন, ‘প্রতিবছর মহাশিবরাত্রির দিন ওই এলাকায় মুক্তাই যাত্রা হয়। দু’দিন আগে আমার মেয়ে ওই যাত্রায় যোগ দিয়েছিল। কয়েকজন ছেলে তখন তাকে হেনস্তা করে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আমি পুলিসের কাছে অভিযোগও দায়ের করেছি।’
অন্যদিকে, এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। নাম না করে শরিক দলকে বিঁধেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা দলের লোকজন এমন কাজ করেছে। এটা চূড়ান্ত ঘৃণ্য কাজ। পুলিস ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ধরণের ঘটনা কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। অপরাধীরা রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ অপরদিকে, পুলিসের পক্ষল থেকে জানানো হয়েছে, মন্ত্রীর মেয়েকে হেনস্তার ঘটনার তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সন্ধান চলছে। তদন্ত স্বার্থে দলও গঠন করা হয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     March,   2025
দিন পঞ্জিকা