বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

রামকৃষ্ণদেবের জন্মতিথিতে কামারপুকুরে ভক্তের ঢল

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ঠাকুর রামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব উপলক্ষ্যে শনিবার কামারপুকুরে ভক্তের ঢল নামে। রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে এই উৎসব দেখতে ভিন দেশ ও রাজ্য থেকে বহু ভক্ত আসেন। ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে আগামী সোমবার পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। এদিন ভোর থেকে মঙ্গলারতি, স্তবগান ও ঊষা কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করা হয়। তাছাড়া বিশেষ পুজো, চণ্ডপাঠ ও হোম হয়। সকালে মঠ কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা কামারপুকুর এলাকা পরিক্রমা করে। নানা ধরনের শিল্পীদের অনুষ্ঠান হয়। কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারসঙ্গে ডাকবাংলোতেও মূর্তিগুলিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। সকাল থেকেই সেখানে প্রসাদ খেতে হাজার হাজার মানুষ আসে। এদিন মঠে ব্যাপক ভিড় হওয়ায় পুলিস মোতায়েন করা হয়। উৎসব দেখতে যান আরামবাগের সাংসদ মিতালি বাগ। বহু ভক্ত এদিন কামারপুকুরের পাশাপাশি জয়রামবাটিতেও যান। কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, এবার কামারপুকুরে ব্যাপক ভক্ত সমাগম হয়েছে। বিদেশ থেকেও অনেক ভক্ত এসেছেন। এদিন প্রায় ৩০ হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। আগামী দু’দিন ধরে আরও নানা অনুষ্ঠান হবে। নরনারায়ণ সেবার পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিলির কর্মসূচিও নেওয়া হয়েছে।
ভক্তদের মধ্যে নেহা মজুমদার, স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবে আসতে পেরে আমরা আনন্দিত। মঠের পরিবেশও মন জুড়িয়েছে।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক কাজকর্ম, চলাফেরায় বাধার সৃষ্টি হতে পারে। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৮.১৯ টাকা১১১.৯৮ টাকা
ইউরো৮৯.১৬ টাকা৯২.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা