বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বহু বাংলাদেশিকে জাল জন্ম সার্টিফিকেট করে দিয়েছিল কালনার আরিজুল ইসলাম

সুখেন্দু পাল, বর্ধমান: কালনার আরিজুল ইসলাম বহু বাংলাদেশিকে টাকার বিনিময়ে নকল জন্ম সার্টিফিকেট তৈরি করে দিয়েছে। সে নকল আধার কার্ডও তৈরি করেছে। সাইবার ক্যাফের আড়ালে সে এই চক্র চালাত। তার সঙ্গে চক্রে আরও একজন জড়িত ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সে মারা যাওয়ার পর আরিজুল একা এই কাজ করতে থাকে। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, ধৃত কতজনকে ভুয়ো সার্টিফিকেট দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করেছিল। সে কালনার পুরসভার এক প্রাক্তন চেয়ারম্যানের সই ও স্ট্যাম্প নকল করে। আসল জন্ম সার্টিফিকেটে বিশেষ চিহ্ন রয়েছে। সেটা প্রতারক নকল করতে পারেনি। সেই কারণে ডিআইবি দপ্তরে ওই সার্টিফিকেট জমা হতেই আধিকারিকরা সেটি নকল বলে চিহ্নিত করতে পারেন। এর আগেও এধরনের নকল জন্ম সার্টিফিকেট ডিআইবি দপ্তরে জমা হয়েছিল। তবে চক্রের মাথা এতদিন অধরা ছিল। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে আসা প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তি পাসপোর্টের জন্য কালনা ডিআইবিতে নথি জমা করে। তার জন্ম সার্টিফিকেট দেখে আধিকারিকদের সন্দেহ হয়। সেটি যচাই করার জন্য কালনা পুরসভায় পাঠানো হয়। পুর কর্তৃপক্ষ জানিয়ে দেয় সেটি আসল নয়। তারপরই পুলিস পবিত্র নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সে জেরায় জানায়, আরিজুল নামে এক ব্যক্তি তাকে সার্টিফিকেটটি দিয়েছিল। তারপর পুলিস তাকেও গ্রেপ্তার করে। তারপরই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। ধৃত জেরায় জানায়, সে বহুদিন ধরেই এই কারবার চালাচ্ছে। ওপার থেকে আসার পর ভোটার বা আধার কার্ড তৈরি করতে তেমন বেগ পেতে হয় না। কিন্তু জন্ম সার্টিফিকেট নকল করা সহজ নয়। আগে এই বিষয়টি নিয়ে ডিআইবি দপ্তরের আধিকারিকরা তেমন গুরুত্ব দিতেন না। কিন্তু বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার জন্য‌ ঩বিষয়টিতে নজরদারি বাড়ানো হয়েছে। বর্ধমানে ডিআইবি দপ্তরেও দু’টি নকল জন্ম সার্টিফিকেট জমা পড়েছিল। ওই ঘটনায় পুলিস হুগলি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যেও একজন সাইবার ক্যাফে চালাত। এক পুলিস আধিকারিক বলেন, জেলায় একাধিক প্রতারক গ্যাং কাজ করছে। তারা আড়াই থেকে তিন হাজার টাকার বিনিময়ে নকল সার্টিফিকেট তৈরি করছে। সেগুলি দেখতে অনেকটা আসলের মতোই। কিন্তু তারপরও বিশেষ একটি বৈশিষ্টর জন্য আধিকারিকরা সহজেই নকল সাটির্ফিকেট চিহ্নিত করতে পারবেন।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা