বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ডিরেক্টরের পদ পেতে যুদ্ধে যুযুধান দুই গোষ্ঠী, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তালিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে ডিরেক্টর নির্বাচনে সম্মুখসমরে তৃণমূলের দুই গোষ্ঠী। ১৫টি ডিরেক্টর আসনের মধ্যে একচেটিয়া জায়গায় মুখোমুখি লড়াই হচ্ছে। সোমবার ব্যাঙ্কের হেডকোয়ার্টার থেকে মনোনয়নপত্র তোলা হয়। সেখানে দুই শিবির থেকে নির্বাচিত প্রতিনিধিরা(ডেলিগেট) মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়ন তোলার সময় ব্যাঙ্ক চত্বরে তীব্র ঝামেলা হয়। শারীরিক হেনস্তার ঘটনাও ঘটে। মনোনয়ন তুলতে আসা চিন্তামণি মণ্ডলের গাড়ি ঘিরে ধাক্কাধাক্কি করেন সুপ্রকাশ গিরির লোকজন। তাঁরা রামনগর কেন্দ্র থেকে মনোনয়ন তুলতে আসা শুভাশিস মাইতিকে হেনস্তা করেন বলেও অভিযোগ। দুই শিবির সেয়ানে সেয়ানে লড়াইয়ের প্রস্তুতি নিয়েই ডিরেক্টর নির্বাচনে নেমেছে।
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতিতে কার আধিপত্য থাকবে তানিয়ে ডেলিগেট নির্বাচন পর্ব থে঩কেই অখিল গিরি ও উত্তম বারিক গোষ্ঠীর সংঘাত চলছে। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ সত্ত্বেও ডেলিগেট নির্বাচনে একাধিক নেতা গোঁজ প্রার্থী হন। তাঁদের মধ্যে চারজন জয়ীও হন। ওই ব্যাঙ্কের মোট ১৫জনের পরিচালকমণ্ডলী গঠিত হবে। ৩জানুয়ারি এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়। সোমবার ডিরেক্টর নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলার দিন ধার্য ছিল। এদিন অখিল এবং উত্তম শিবির থেকেই সমান সংখ্যক মনোনয়ন তোলা হয়েছে। এর ফলে আগামী ৩১ জানুয়ারি শাসকদলের ঘরোয়া লড়াইয়ের মধ্যে দিয়ে ডিরেক্টর নির্বাচনের ফয়সালা হতে চলেছে।
গত ৯ জানুয়ারি কলকাতায় কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর পদে মনোনয়ন নিয়ে একপ্রস্থ মিটিং হয়। মূলত সুব্রত বক্সি, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সমবায় সেলের নেতা আশিস চক্রবর্তীর উপস্থিতিতে সেই মিটিং ছিল। সেখানে মনোনীতদের অধিকাংশ অখিল গিরি শিবিরের। সেই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর কথা ছিল। সেখান থেকে অনুমোদন হয়ে ১৩জানুয়ারির মধ্যে আসার কথা ছিল। কিন্তু, সেই তালিকা আসার আগেই মনোনয়ন তোলা শুরু হয়। সোমবার দুপুর নাগাদ সুব্রত বক্সিদের সুপারিশ করা তালিকা কাঁথিতে এলেও সেটি প্রস্তাবিত বলে উল্লেখ ছিল। মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন এমনটাও উল্লেখ ছিল না। তাই উত্তম শিবির হইহই করে মনোনয়ন তুলে নিয়েছে। 
বেলদা, রামনগর, হেঁড়িয়া, নন্দকুমার সহ কাঁথির প্রায় সবকটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঘরোয়া লড়াই হচ্ছে। রামনগরে অখিল গিরি শিবিরের মির মমরেজ আলির বিরুদ্ধে উত্তমের বাজি শুভাশিস মাইতি। হেঁড়িয়ায় অমিয়কান্তি ভট্টাচার্য ও মানব পড়ুয়া মনোনয়ন তুলেছেন। নন্দকুমার কেন্দ্রে প্রদীপ দে ও দিব্যেন্দু রায় মনোনয়ন তুলেছেন। এছাড়াও সভাধিপতি শিবির থেকে মনোনয়ন তুলেছেন সুকোমল মাইতি, শ্যামাশিস মিশ্র, কৃষ্ণেন্দু মাইতি, চিন্তামণি মণ্ডল, শোয়েব মহম্মদ প্রমুখ।
শাসকদলের দুই শিবির ব্যাঙ্কের শীর্ষপদে নিজেদের কাছের লোক বসাতে মরিয়া। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক পূর্ব ভারতের মধ্যে সেরা শহরাঞ্চলীয় সমবায় ব্যাঙ্ক। প্রতি বছর কয়েকশো কোটি টাকা ঋণ দেওয়া হয়। গোটা রাজ্যে ব্যাঙ্কের গ্রাহক আছেন। এরকম একটি ব্যাঙ্কের রাশ নিজেদের দখলে রাখতে সম্মুখ সমরে নামছে দলের দুই শিবির। মঙ্গলবার মনোনয়ন জমা পড়বে। ১৬তারিখ চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হবে। ৩১জানুয়ারি নির্বাচন। দলের দুই শিবিরের এই লড়াইয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেন কিনা এখন সেটাই দেখার।
জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা সভাধিপতি ঘনিষ্ঠ তমালতরু দাস মহাপাত্র বলেন, সুপ্রকাশ গিরি ব্যাঙ্কের ভিতর ঢুকে শুভাশিস মাইতিকে হেনস্তা করেছেন। তাঁর নির্দেশে কয়েকজন চিন্তামণিবাবুর গাড়িতে চড়াও হয়। পুলিস সক্রিয় না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। এব্যাপারে সুপ্রকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। মেসেজেরও জবাব দেননি।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা