বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

পুলিসের নজরে নিহত দুধবিক্রেতার সঙ্গে অভিযুক্ত ধৃত বধূর ‘সম্পর্ক’

সংবাদদাতা, পুরুলিয়া: দুধবিক্রেতা খুনের পরের দিন সকালে বাড়ির বাইরে বেশ কিছু সামগ্রী পুড়িয়েছিল অভিযুক্ত ব্যক্তি। প্রতিবেশীদের জিজ্ঞাসায় শুধুমাত্র প্লাস্টিক পোড়ানোর কথা বলেছিল সে। প্লাস্টিক পোড়ানোর নামে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিস। অন্যদিকে গোটা ঘটনায় ধৃত গৃহবধূর ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিস কর্তারা। যদিও এখনও এ বিষয়ে তাঁরা স্পষ্ট করে কিছু বলতে নারাজ। পুরুলিয়ার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। 
প্রসঙ্গত, রবিবার সকালে পুরুলিয়া শহরের নির্মীয়মাণ বাইপাসের ধারে রাহুল যাদব নামে এক দুধ বিক্রেতা যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবার ওই দিনে টামনা থানায় খুনের অভিযোগ করে। মৃতের বাবার অভিযোগ, টামনা থানা এলাকার বাসিন্দা ভূষণ গড়াই এবং তার স্ত্রী নমিতা গড়াই রাহুলকে খুন করেছে। কিছুদিন আগে ওই দম্পতি রাহুলের বিরুদ্ধে মুরগি চুরির অপবাদ দিয়ে তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছিল বলে অভিযোগ মৃতের বাবার। অন্যদিকে, মৃতদেহ উদ্ধারের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে টামনা থানার পুলিস। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। দুজনকেই পুলিস হেফাজতে নেওয়া হয় বলে জানা গিয়েছে। 
যুবকের দেহ উদ্ধারের পর থেকেই গোটা এলাকা থমথমে। সোমবার সেখানে গিয়ে দেখা যায় অধিকাংশ বাড়ির দরজা-জানলা বন্ধ। কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। বাড়ির বাইরে দুজন পুলিস মোতায়ন রয়েছে। বাড়ির মূল গেটের ঠিক আগেই উল্টোদিকে একটি ফাঁকা জমিতে প্রায় একশ স্কোয়ার ফুট মতো জায়গা ঘিরে রাখা হয়েছে। সেখানে একাধিক জায়গায় ঘাস পোড়া রয়েছে। ওই এলাকায় রক্ত পড়ে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে মর্নিং ওয়াকে গিয়ে স্থানীয় অনেকেই পলাশ জঙ্গল হয়ে রাস্তার মাঝে টেনে হিচড়ে কিছু নিয়ে যাওয়ার দাগ দেখতে পেয়েছিলেন। প্রতিবেশীরা জানান, রবিবার সকালেই বাড়ির বাইরে বেশকিছু জিনিস পোড়াচ্ছিল ভূষণ। প্লাস্টিক পোড়াচ্ছে বলে জানিয়েছিল সে। অভিযুক্ত দম্পতির প্রতিবেশীরা আরও জানান, বিদ্যুৎ দপ্তরের কর্মী ভূষণ গড়াই। তাঁর স্ত্রী নমিতা গৃহবধূ। তাদের নাবালক এক সন্তান আছে। আপাতভাবে খুবই সাধারণ এবং শান্ত স্বভাবের বলেই এলাকায় পরিচিত ভূষণ। কারও সঙ্গে কোনও ঝগড়া ঝামেলাতেও তাকে সেভাবে দেখা যায়নি। আপাতভাবে নিরীহ ভূষণ এবং তার স্ত্রী কীভাবে এমন নৃশংস ঘটনা ঘটালো তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মুরগি চুরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগেই রাহুলের সঙ্গে তাঁদের ঝামেলার কথা এলাকায় সবাই জানে। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু তারপরেও ওই দম্পতি কেন রাহুলের কাছ থেকেই দুধ কিনত তা এখনও স্পষ্ট নয়। সেইসঙ্গে সামান্য মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে কীভাবে একজনকে নৃশংস ভাবে খুন করা যেতে পারে তা কোনওভাবেই ভেবে উঠতে পারছেন না তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমে পুলিস ধৃত গৃহবধুর ভূমিকাও খতিয়ে দেখছে। ওই গৃহবধূ সঙ্গে রাহুলের ‘সম্পর্ক’ কেমন ছিল তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। - নিজস্ব চিত্র
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা