বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

যৌন হেনস্তার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, পুরুলিয়া জেকে কলেজে তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আর জি কর কাণ্ডের আবহে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ তুলে কলেজেরই অধ্যাপকের বিরুদ্ধে উত্তাল হয়েছিল পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজ। ফের যেন একই ঘটনার পুনরাবৃত্তি! এবার যৌন হেনস্তার অভিযোগ উঠল পুরুলিয়া শহরের অন্যতম নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ কিশোর কলেজের ইংরেজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। ওই বিভাগের প্রায় ৫৫জন পড়ুয়া অধ্যাপকের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগও জমা দিয়েছেন। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। শুরু হয় অবরোধ। দাবি একটাই, ঘটনার যথাযথ তদন্ত করে অধ্যাপককে শাস্তি দিতে হবে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাহিনী নিয়ে আসেন পুরুলিয়া টাউন থানার আইসি শিবনাথ পাল। তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। 
পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে শীঘ্রই এনিয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ইংরেজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে কিছুদিন আগেই কয়েকজন ছাত্রী মৌখিক অভিযোগ জানিয়েছিলেন। এদিন ওই বিভাগের পড়ুয়ারা একটি লিখিত অভিযোগও জমা দিয়েছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখে যা যা পদক্ষেপ নেওয়ার নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওই অধ্যাপকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’
কলেজ সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই অধ্যাপক ‘স্টেট এইড কলেজ টিচার’ হিসেবে দীর্ঘদিন ধরেই জেকে কলেজের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীদের পড়ানোর অছিলায় তাঁদের শরীরে বাজেভাবে স্পর্শ করেন ওই অধ্যাপক। শুধু তাই নয়, রাতে ফোন করা, আলাদাভাবে দেখা করতে বলা, পড়ানোর নাম করে যখন খুশি বাড়িতে ডেকে যৌন আবেদন করার মতো মারাত্মক অভিযোগও উঠেছে ওই অধ্যাপকের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘যখন তখন ফোন করতেন ওই অধ্যাপক। ফোন করে ছবি পাঠাতে বলতেন। বাড়িতে ডাকতেন। তারপর যা করতেন, তা আর মুখে বলা যাবে না।’
পড়ুয়ারা জানাচ্ছেন, দু’-একজন ছাত্রী নয়, অন্তত ১৫জন ছাত্রী ওই অধ্যাপকের হেনস্তার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলেন এক ছাত্রী। তিনি হেনস্তার শিকার হয়ে নিজেকে ৩৬ ঘণ্টা গৃহবন্দি রেখেছিলেন। পরে তাঁর পরিবার কলেজে এসে খোঁজ খবর শুরু করলে বিষয়টি সামনে আসে। তারপর বাকি ছাত্রীরাও এক এক করে মুখ খুলতে থাকেন। এনিয়ে কিছুদিন আগেই অধ্যক্ষের কাছে অভিযোগও জানাতে গিয়েছিলেন ছাত্রীরা। তখন অভিযোগ জমা নেওয়া হয়নি বলে দাবি পড়ুয়াদের। সেই কারণেই সোমবার কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভে শামিল হন পড়ুয়ারা। গেটের বাইরে বসে স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষোভ ওঠে।
এই ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে ফোন করা হলে তিনি এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পড়ুয়াদের অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টিও তাঁর জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন। এনিয়ে এসএফআইয়ের জেলা সভাপতি সায়ন্তন ঘোষ বলেন, পড়ুয়াদের থেকে আমরা ওই অধ্যাপক সম্পর্কে যা জেনেছি, তাতে রীতিমতো স্তম্ভিত হচ্ছি। আমরা অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কারের দাবি জানিয়েছি। সেইসঙ্গে কলেজে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে। টিএমসিপির জেলা সভাপতি কিরীটী আচার্য বলেন, এধরনের ঘটনার তীব্র নিন্দা এবং অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবি জানাচ্ছি।
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা