বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ভারপ্রাপ্তদের দিয়েই চলছে বিশ্বভারতী কেন্দ্রীয় বঞ্চনায় ক্রমশ নামছে মান

ইন্দ্রজিৎ রায়, বোলপুর: বিশ্বজোড়া খ্যাতি যে বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্বভারতীর অধিকাংশ উচ্চপদে নেই কোনও স্থায়ী কর্মী। বলতে গেলে গোটা বিশ্ববিদ্যালয়টাই চালাচ্ছেন ‘ভারপ্রাপ্ত’-রা। শুরু করা যেতে পারে উপাচার্য পদ থেকে। ২০২৩ সালে উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষের পর থেকে আর কোনও স্থায়ী উপাচার্য পায়নি এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সহ-উপাচার্য থেকে রেজিস্ট্রার— সবাই ভারপ্রাপ্ত। শুধু প্রশাসক পদই নয়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসার থেকে বিভিন্ন বিভাগের ডিরেক্টরের পদগুলি দীর্ঘদিন শূন্য। এই পদগুলি পূরণে কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। এই কারণে ন্যাক ও এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে একেবারেই পিছনের সারিতে রবীন্দ্রনাথের স্বপ্নের প্রতিষ্ঠান। এমনটা চলতে থাকলে অবস্থা আরও শোচনীয় হবে, বলছেন অধ্যাপক ও আধিকারিকরা। পদাধিকার বলে যে বিশ্ববিদ্যালয়ের আচার্য খোদ প্রধানমন্ত্রী এবং পরিদর্শক স্বয়ং রাষ্ট্রপতি, সেই বিশ্বদ্যিালয়ের এই দুরাবস্থায় ব্যথিত সকলেই। 
প্রসঙ্গত, বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য পদে থাকাকালীনই ‌তাঁর নানা কার্যকলাপে বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে বিশ্বভারতী। স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়ে। ২০১৬ সালে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে বিশ্বভারতী ছিল ১১তম স্থানে। বিদ্যুৎবাবু জমানায় তা ১০০ ছাড়িয়ে যায়। তাঁর আমলে একটাও গুরুত্বপূর্ণ পদ পূরণ হয়নি বলে অভিযোগ আধিকারিকদের। বর্তমানে স্থায়ী উপাচার্য না থাকায় বিভিন্ন বিভাগে অধ্যাপকের কয়েকশো পোস্ট খালি। বছরের পর বছর অধ্যাপকদের পদোন্নতি আটকে। সেই কারণে অনেক অধ্যাপকই কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে অন্যত্র যোগদান করতে কার্যত বাধ্য হচ্ছেন।
উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার ছাড়াও রবীন্দ্র ভবন, কলকাতার গ্রন্থণ বিভাগ, শ্রীনিকেতন, স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং ইন্দিরা গান্ধী সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন ধরে ডিরেক্টর নেই। অথচ বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী রবীন্দ্র ভবন, ফিজিক্যাল এডুকেশন ও গ্রন্থণ বিভাগে ডিরেক্টর থাকা বাধ্যতামূলক। কার্যক্ষেত্রে, বছরের পর বছর সেগুলি খালি অবস্থায় পড়ে। রবীন্দ্র ভবনে তপতী মুখোপাধ্যায়, শ্রীনিকেতনে সবুজকলি সেন, ফিজিক্যাল এডুকেশনে কর্নেল মনিমুকুট মিত্র ও গ্রন্থন বিভাগের রামকুমার মুখোপাধ্যায় ছিলেন শেষ ডিরেক্টর। 
বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতি নির্ধারক কর্মসমিতিও কার্যত অভিভাবকহীন। সেখানে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মনোনীত সদস্য‌‌ নেই। কর্মসমিতির রাষ্ট্রপতি মনোনীত শেষ সদস্য ছিলেন প্রয়াত পদ্মশ্রী ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মনোনীত দুই সদস্যের থাকার কথা। অথচ শেষতম সদস্য ছিলেন দুলাল ঘোষ। কর্মসমিতিতে রাজ্যপালের প্রতিনিধির মেয়াদ শেষ হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে। ফলে গোটা বিশ্ববিদ্যালয়টাই কার্যত‌ ‘ভারপ্রাপ্ত’দের দিয়ে চলছে। ‌যা নজিরবিহীন। ‌এর জন্য বিশ্বভারতী আধিকারিকদের একাংশ কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন। ‌তাঁদের দাবি, শুধু বেতনটুকু দেওয়া ছাড়া বিশ্বভারতীর প্রতি কেন্দ্রের ন্যূনতম নজরটুকু কেউ নেই। তাই ন্যাক, এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ের অবনমনের পিছনে কেন্দ্র সরকারও সমানভাবে দায়ী। এই বিষয়ে বক্তব্য জানতে ‘ভারপ্রাপ্ত’ জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের সঙ্গে যোগাযগো করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা