বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সংগঠন বিস্তারে নওদায় বহুবার বৈঠক করেছিল এবিটি জঙ্গি নুর

অভিষেক পাল, বহরমপুর: এবিটি জঙ্গি নুর ইসলাম একাধিকবার অসম থেকে বাংলায় এসেছে। তার ঘাঁটি ছিল মুর্শিদাবাদ। সেখান থেকে দিনের পর দিন সংগঠন বিস্তারের কাজ করে গিয়েছে সে। আর বহরমপুর জেলে বসেই তাকে সাহায্য করে গিয়েছে জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। এমনকী, জেলেও তারিকুলের সঙ্গে দেখা করেছে নুর। অসমের ছাপোষা চাষির বেশে থাকা জঙ্গি নুরকে গ্রেপ্তারের পর হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসা করছে সে রাজ্যের এসটিএফ আধিকারিকরা। তাঁরা জানতে পেরেছেন, মুর্শিদাবাদের হরিহরপাড়া ও নওদা ছাড়াও নুর সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় ঘুরেছে। বিশেষ করে জলঙ্গি, সূতি ও ধুলিয়ানে গিয়েছিল সে। সেখানে বেশ কিছু বৈঠকও করেছে নুর। সেইসব বৈঠকে কারা কারা অংশ নিত, সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দারা। 
এদিকে, সোমবার ফের আদালতে তোলা হবে তারিকুলকে। খাগডরাগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয়ে সে বহরমপুর জেলেই সাজা খাটছে। তবে বেঙ্গল এসটিএফের অভিযানে নওদা থেকে মোস্তাকিম শেখ ও সাজিবুল ইসলাম গ্রেপ্তার হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জেলবন্দী তারিকুলের নাম জানতে পারেন গোয়েন্দারা। তাই তারিকুলকে গত সপ্তাহে বহরমপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় বেঙ্গল এসটিএফ। সোমবারই তার মেয়াদ শেষ হচ্ছে। অসম এসটিএফের তরফ থেকে বহরমপুর আদালতে আবেদন জানানো হবে, যাতে তারিকুলকে তাদের হেফাজতে দেওয়া হয়। তারিকুলকে নিজেদের হেফাজতে পেলে হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি আব্বাস আলি ও অসমের নুরের সাথে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানিয়েছে অসম এসটিএফের আধিকারিকরা। 
২০১৪ সালের অক্টোবর মাসে খাগড়াগড়ে বিস্ফোরণের পর পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। তবে ঘটনার তিনমাস পরেই অসমের বাসিন্দা তথা আনসারুল্লা বাংলা টিমের সদস্য এই নুরের সঙ্গে যোগাযোগ শুরু করে সে। পরে জেলে থাকাকালীন সে হাতে গোনা কয়েকজনের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখত। তাদের মধ্যে অন্যতম এই নুর। জেলে বসেই বিশ্বস্ত নুরের সঙ্গে যোগাযোগ রেখে এবিটি সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল তারিকুল। নুরের ফোন ঘেঁটে এই তথ্য পাওয়ার পরেই অসম এসটিএফের আধিকারিকরা তারিকুলকে নুরের সামনে বসে জিজ্ঞাসাবাদ করতে চায়। তাদেরকে জেরা করলে আরও একাধিক নতুন তথ্য আসবে বলেই মনে করছে গোয়েন্দারা। 
খাগড়াগড় বিস্ফোরণের আগে বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসায় প্রশিক্ষণ নিয়েছিল নুর। সে আইআইডি বিস্ফোরণ বিশেষজ্ঞ। তবে জঙ্গি কার্যকলাপ শুরুর প্রথম পর্বে তারিকুলকে বর্ধমানে প্রথম দেখেছিল সে। জেএমবিতে তরিকুলের ভূমিকা দেখে সে উদ্বুদ্ধ হয়েছিল। পরবর্তিতে অসম্ভব আনুগত্য দেখিয়ে খুব তাড়াতাড়ি তারিকুলের বিশ্বস্ত হয়ে উঠেছিল নুর। তারিকুলের নির্দেশ মত ২০২৪ সালে বাংলার নানা জায়গায় ঘুরেছিল নুর। এবিটিতে নতুন নিয়োগ ও জঙ্গি সংগঠনের কার্যকলাপ নিয়ে একাধিক বৈঠক করেছে এই বাংলায়। আব্বাস এবং মিনারুলের সঙ্গে বৈঠকও করেছিল নুর। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এই দুজনের সঙ্গে নুরকে বেশ কয়েকবার দেখা গিয়েছে। সীমান্তবর্তী গ্রামের ইসলামিক জলসা গুলিতে তাদের যাতায়াত ছিল।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা