বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

স্বামীজির জন্মদিনে দুই বর্ধমানে নানা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবার দুই বর্ধমানে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জেলাশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার আমনদীপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি উদ্‌যাপন করা হয়েছিল। মেমারি, খণ্ডঘোষ, রায়না সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। মেমারির পারিজাতনগরে তিনদিন ব্যাপী বিবেক উৎসব শুরু হয়েছে। এদিন ভোরে মশাল মিছিল দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বাইক র‌্যালি, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। তিনদিন ধরে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।   
এদিন কালনা থানার দত্ত দ্বারিয়াটনে স্বামী বিবেকানন্দ পৈত্রিক ভিটেতে বহু পর্যটক আসেন। স্বামীজিকে শ্রদ্ধা জানান। কালনার লক্ষ্মণপাড়ায় স্বামীজির পুর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়। তৃণমূল কংগ্রেস এই দিনটি যুব দিবস হিসেবে পালন করে। কালনা-১ ব্লকের মধুপুর বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের সামনে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ। স্থানীয় একটি মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ ও খেলার মাঠের নতুন বারপোস্টের উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী ও অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। পূর্বস্থলী-১ ব্লকের হেমাতপুরে স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। নাদনঘাট নসরৎপুর দলীয় অফিসে যুব দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। স্বপনবাবু বলেন, স্বামী বিবেকানন্দ জাতিভেদ মানতেন না। তিনি মানুষের ঐক্য ও সেবাধর্মের কথা বলেছেন। বর্তমানে একশ্রেণির মানুষ জাতপাতের বিভাজন করে অশান্তি করার চক্রান্ত করতে চাইছে। 
এদিন কাঁকসার দোমড়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে বিশেষ অনুষ্ঠান হয়। বুদবুদ বিবেকানন্দ যুব পাঠচক্রের উদ্যোগে পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামীজির জন্মজয়ন্তী পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। প্রদীপবাবু বলেন, স্বামীজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁর স্মৃতিচারণাতে আমরা সীমিত থাকি না। স্বামীজির প্রদর্শিত পথ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সামাজিক কাজ করা হয়।আসানসোল রামকৃষ্ণ মিশন ও বিদ্যালয়ের প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে জন্মবার্ষিকী পালিত হয়। বর্ণাঢ্য প্রভাতফেরি করে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পস্তবক প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দজি মহারাজ সহ বিশিষ্টরা শামিল হন। দুর্গাপুর ভিড়িঙ্গি কালী মন্দিরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। দুঃস্থদের কম্বল বিতরণ করা হয়। দুর্গাপুরের বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে দিনভর কর্মসূচি পালিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সারদাদেবী সহ বিবেকানন্দের পুজো  হয়। দুর্গাপুর স্টিল টাউনশিপের বিবেকানন্দ বাণী প্রচার সমিতির পক্ষ থেকেও মহাসমারোহে দিনটি উদযাপিত হয়।
বর্ধমানে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে শোভাযাত্রা।-নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা