বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মেদিনীপুর শহরে সাড়া ফেলেছে রেনেসাঁস ক্লাবের নাট্য উৎসব

সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুরে যখন নাট্য চর্চায় ভাটা পড়ে ঠিক সেই সময় অর্থাৎ ২০১৩ সালে মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাব শুরু করে নাট্য উৎসবের। মাঝে করোনার কারণে দু’বছর বন্ধ থাকলেও এখনও সেই উৎসব ধরে রেখেছে এই ক্লাব। যাকে ঘিরে মেদিনীপুরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহরের নাট্যপ্রেমীরা এই ক্লাবের নাট্য উ্ৎসবের দিকে তাকিয়ে থাকেন। এবার এই সারা বাংলা ছোট নাটক প্রতিযোগিতা ও উৎসব ১১ বছরে পড়ল। প্রথম দিকে চার দিন ধরে এই উৎসব চলত। পরবর্তীকালে তা ছ’দিন করা হয়। 
শনিবার ক্লাব প্রাঙ্গণে এই উৎসব ও প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনের দিন দুই বিধায়ক দীনেন রায় ও সুজয় হাজরা, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, দুই কাউন্সিলার গোলক মাঝি, মউ রায়  সহ বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 
ক্লাব সম্পাদক সুব্রত রায় বলেন, ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫টি উচ্চমানের ছোট নাটক প্রতিযোগিতা হবে। ১৬ জানুয়ারি হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওইদিনই পরিবেশিত হবে ‘দায়বদ্ধ নাটক’। তিনি ও ক্লাব সভাপতি প্রণবকুমার দুবে বলেন, নাটক দেখতে প্রতি বছরই মানুষের উপস্থিতি বাড়ছে। তা দেখে আমরা অন্তত এটা অনুভব করতে পারছি সেদিন নাটক উৎসব শুরু করে আমরা কোনও ভুল করিনি। আমরা নাট্যপ্রেমীদের চাহিদা পূরণ করতে পেরেছি। এখন শহর ছাড়িয়ে এই ক্লাবের নাম সারা জেলা ও রাজ্যে ছড়িয়ে পড়েছে। ক্লাবে যেমন  প্রবীণ সদস্য আছেন তেমনই আছে যুবকের দল। সকলে মিলে হাতে হাত ধরে সারা বছর ধরে নানা সামাজিক কর্মসূচি পালন করে। আবার ঘটা করে দুর্গাপুজোও হয়। এই ক্লাবের থিমের পুজো একাধিকবার পুরস্কারও পেয়েছে। এই ক্লাবের নাট্য উৎসব ধীরে ধীরে মেদিনীপুর শহরে নাটক চর্চার ব্যপ্তি ঘটিয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা