বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

যোগার আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা হিজুলির তনুশ্রী শিকদার

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: যোগাসনে বিশ্বসেরা হলেন নদীয়ার তনুশ্রী। সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে পদক জয় করেন এই প্রতিযোগিণী। বিশ্বের নানা দেশের প্রতিযোগীরা এতে অংশ নিয়েছিল। তাঁদের মধ্যে ৩৫-ঊর্ধ্ব বিভাগে সেরা হলেন রানাঘাটের হিজুলি এলাকার বাসিন্দা তনুশ্রী শিকদার। তনুশ্রীর সাফল্যে খুশি তাঁর পরিবার সহ রানাঘাটের বাসিন্দারা।
রানাঘাট শহর লাগোয়া হিজুলির বাসিন্দা তনুশ্রীর বাপের বাড়ি আদতে পায়রাডাঙা গ্রামের পার্বতীপুরে। প্রায় ১৩বছর আগে হিজুলির রঘুনাথপুর-২ পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজিৎ শিকদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিশ্বজিৎও শরীরচর্চার প্রতি সমান আগ্রহী। একমাত্র ছেলে কৌস্তভকে চাকদহে এক যোগ প্রশিক্ষকের কাছে ভর্তির পাশাপাশি শিকদার দম্পতিও প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গতবছর মার্চ মাসে প্রথমবার জাতীয়স্তরে অংশগ্রহণের সুযোগ পান তনুশ্রী। তাতেই সবাইকে চমকে প্রথম স্থান দখল করেন। এবার আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেলেন তিনি।
পায়রাডাঙা গ্রামের প্রীতিনগর ভূদেব স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তনুশ্রী। ২০০৯সালে রানাঘাট কলেজ থেকে স্নাতক ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। সিঙ্গাপুরের যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত দশম বর্ষের এশিয়ান যোগা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। জানুয়ারির ৬, ৭ ও ৮ তারিখে সেই প্রতিযোগিতা হয়। ভারত ছাড়াও মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ নানা দেশের প্রতিযোগীরা তাতে অংশ নিয়েছিলেন। সেখানে মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধানে পূর্বনির্ধারিত সাতটি যোগাসন করে তাক লাগিয়ে দেন তনুশ্রী। ৮ জানুয়ারি সিঙ্গাপুরের পিজিপি হলে ৩৫-ঊর্ধ্ব বিভাগে তিনি সেরা হন।
তনুশ্রীদেবী বলেন, একেবারে অন্যরকমের অনুভূতি হচ্ছে। আন্তর্জাতিকস্তরে দেশের নাম তুলে ধরা গর্বের বিষয়। আমি এধরনের সাফল্য আরও পেতে চাই। তাঁর স্বামী বিশ্বজিৎবাবু পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, আমার স্ত্রীর যোগাসনের প্রতি ভালোবাসা আমাকেও অভিভূত করেছিল। ওর নিষ্ঠার প্রতি আমার বিশ্বাস ছিল। ওর সাফল্যে স্বাভাবিকভাবেই আমি আনন্দিত।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা