বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সিউড়ির পুরন্দরপুরে রাস্তার কাজের শিলান্যাস

সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি-২ ব্লকের পুরন্দরপুরে একটি পাকা রাস্তার কাজের শিলান্যাস  করলেন জেলাশাসক। এই রাস্তাটি তৈরি হলে পুরন্দরপুর গ্রামের বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা উপকৃত হবেন। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানে বীরভূমের জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, সিউড়ি-২ এর বিডিও ঋষিকা দাস, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পুরন্দরপুর-সাঁইথিয়া সড়ক থেকে পুরন্দরপুরের পাঠানপাড়া অবধি ১০৭৫ মিটার ঢালাই রাস্তা তৈরি হবে। এজন্য প্রায় ৩৫লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। শনিবার থেকেই রাস্তা তৈরি শুরু হবে বলে জেলা পরিষদ জানিয়েছে। এলাকার বাসিন্দারা বহুদিন ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি তুলে আসছিলেন। কারণ, বর্ষার সময় বাসিন্দাদের এই রাস্তা দিয়ে যাতায়াতে ব্যাপক সমস্যা হতো। তাই জেলা প্রশাসন রাস্তাটি সংস্কারে উদ্যোগী হয়।
জেলার একাধিক গ্রামীণ রাস্তার বেহাল দশা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এসব রাস্তার হাল ফেরাতে কিছুদিন আগেই জেলা প্রশাসনের সঙ্গে রাজ্যের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর তড়িঘড়ি জেলার গ্রামীণ বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাশাসকের আশ্বাস, এই রাস্তা তৈরি বা অন্য সরকারি নির্মাণে এবার স্থানীয় জবকার্ডধারীদের কাজে লাগানো হবে। আগামী দিনে সমস্ত গ্রামীণ রাস্তা সংস্কার করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসী রবিউল ইসলাম, মুস্তাক আহমেদ, শিশুনাথ দাস বলেন, এই রাস্তাটি সংস্কার হওয়া খুবই দরকার ছিল। আমরা অনেকবার ব্লক প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলাম। এবার সেই কাজের শিলান্যাস হওয়ায় আমরা খুশি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা