বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কাশী বিশ্বনাথ মন্দিরে অ্যাপেল কর্তার স্ত্রী, স্পর্শ করতে দেওয়া হল না শিবলিঙ্গ!

প্রয়াগরাজ, ১৩ জানুয়ারি: আজ, রবিবার ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে পূর্ণকুম্ভের মেলা। এটি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কুম্ভমেলাকে বিশ্বাস এবং সংস্কৃতির সঙ্গম বলা হয়ে থাকে। এটি মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে। ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী প্রয়াগরাজে অনুষ্ঠিত পূর্ণকুম্ভ মেলায় এসে গিয়েছেন। এবারে মেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।
কল্পবাস করতে সূদূর ক্যালিফোর্নিয়া থেকে মেলায় এসে গিয়েছেন প্রয়াত অ্যাপেল কর্তার স্ত্রী লরেন পাওয়েল-ও। ভারতীয় পোশাক পরে কৈলাশানন্দ গিরি মহারাজের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন তিনি। দেন পুজোও। সেইসময় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। এরপর গতকাল, রবিবার স্বামী কৈলাশানন্দ গিরির আশ্রমে আসেন তিনি। সনাতন ধর্মের প্রতি গভীর বিশ্বাস রয়েছে লরেনের। ফলে আপাতত কয়েকদিন থাকবেন আশ্রমেই। সাধুদের সান্নিধ্যে সাধারণ জীবনযাপন করবেন এই বিলিয়লিয়ার ব্যবসায়ী। সূত্রের খবর, আগামীকাল ১৫ জানুয়ারি করতে পারেন পূণ্যস্নানও। ইতিমধ্যেই পূর্ণকুম্ভে যোগ দিতে এসে হিন্দুরীতি মেনে ‘কমলা’ নাম হয়েছে ৬১ বছরের লরেনের। তাঁকে দীক্ষিত করেছেন কৈলাশানন্দ গিরি।
এতসবের মাঝেই একটি প্রশ্ন উঠছে কেন লরেনকে কাশী বিশ্বনাথ মন্দিরে শিবলিঙ্গ স্পর্শ করতে দেওয়া হয়নি? একাধিকমহলে বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা। এই বিষয়ে মুখ খুলেছেন খোদ কৈলাশানন্দজি। তিনি বলেন, মন্দিরের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি মেনেই লরেনকে শিবলিঙ্গ স্পর্শ করতে দেওয়া হয়নি। লরেন সমস্ত রীতিনীতি মেনেই মন্দিরে এসেছিলেন। কিন্তু ভারতীয় রীতি অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরে অহিন্দুরা শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না। সেই রীতি মেনে নিয়ে লরেন গর্ভগৃহের বাইরে থেকেই মহাদেবের দর্শন করেন। কুম্ভমেলা যাতে নির্বিঘ্নে শেষ হয় তার জন্য প্রার্থনাও করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালেও ভারতে এসেছিলেন লরেন। কিন্তু সেইবার এসেছিলেন ব্যবসায়িক কাজে, কোনও সনাতনী উৎসবে অংশগ্রহণ করতে নয়।
27d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা