বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

চারমাস বেতন নেই, প্রশাসনের দ্বারস্থ সিমেন্ট কারখানার শ্রমিকরা

সংবাদদাতা, বিষ্ণুপুর: চারমাস ধরে বেতন পাননি দ্বারিকায় ২৪ বছরের পুরনো সিমেন্ট কারখানার শ্রমিকরা। চলতি বছরে বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন। এমনকী কয়েকদিন ধরে হাজিরাও বন্ধ করে দেওয়া হয়েছে। দিশাহারা শ্রমিকরা বিষ্ণুপুরের বিধায়ক এবং প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হলেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ প্রথম থেকেই কম বেতনে কাজ করিয়েছে। গত চারমাস ধরে বেতন মেলেনি। বোনাসও দেয়নি। গ্র্যাচুইটির টাকাও দেয়নি। এখন আবার হাজিরা খাতায় স্বাক্ষরও করতে দেওয়া হচ্ছে না। শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করে কর্তৃপক্ষ পাততাড়ি গুটোতে চাইছে। তাই তাঁরা প্রশাসন ও জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন। তাঁদের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। 
এ প্রসঙ্গে ওই কারখানার ম্যানেজার চন্দন গুইন বলেন, গত ১ বছর ধরে কারখানায় উৎপাদন বন্ধ। শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আমরা মালিককে জানিয়েছি। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, দ্বারিকায় একটি সিমেন্ট কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের প্রথম থেকেই বঞ্চিত করে আসছে। এখন শ্রমিকদের বকেয়া না মিটিয়েই পালাতে চাইছে। সেটা আটকানোর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলব।  ওই কারখানার শ্রমিক বদুরুদ্দিন হাজারি বলেন, ২০০০ সালে কারখানা চালুর সময় থেকেই আমি কাজ করছি। সরকার নির্ধারিত বেতন কোনও দিনই দেয়নি। তা সত্ত্বেও বাড়ির কাছে হওয়ায় আমরা এতবছর ধরে কাজ করে আসছি। চলতি বছর পুজোর আগে থেকেই বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। পুজোর বোনাসও দেয়নি। তা সত্ত্বেও আমরা প্রতিদিন কাজে গিয়েছি। কিন্তু চলতি মাসের ১ তারিখ থেকে আমাদের হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ বকেয়া বেতন, গ্র্যাচুইটির টাকা মেরে দিয়ে এখান থেকে পাততাড়ি গুটোনোর মতলব এঁটেছে। সেজন্য আমরা প্রশাসন থেকে শুরু করে শ্রমদপ্তর, বিধায়ক এমনকী থানায় পর্যন্ত লিখিতভাবে জানিয়েছি। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা