দক্ষিণবঙ্গ

ঘন কুয়াশার জের, ধুবুলিয়ায় লরি ও কন্টেনার সংঘর্ষে মৃত ৩

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ধুবুলিয়া থানার সিংহাটি এলাকায় শনিবার গভীর রাতে লরি ও কন্টেনারের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মইনুল ইসলাম(২১), ইয়াকুব শেখ(২৪) ও সাদ্দাম বার্নাওয়াল(৫০)। মৃতদের মধ্যে মইনুল ও ইয়াকুবের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। সাদ্দামের বাড়ি হাওড়ার সাঁকরাইলে। পুলিসের প্রাথমিক অনুমান, অতিরিক্ত কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তিনটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
শনিবার রাত ৩টে নাগাদ সিংহটি এলাকায় জাতীয় সড়কের ধারে লরি দাঁড় করিয়েছিলেন মইনুল ও ইয়াকুব। কলকাতা থেকে মুর্শিদাবাদের দিকে যাওয়ার পথে তাঁদের লরি খারাপ হয়ে গিয়েছিল। সেকারণেই তাঁদের অত রাতে রাস্তায় দাঁড়িয়ে পড়তে হয়। তাঁরা পরিকল্পনা করছিলেন, অন্য একটি লরির সাহায্যে তার দিয়ে টেনে লরিটি নিয়ে যাবেন। এসব ভাবনাচিন্তা করার সময় লরির কাছেই তাঁরা দাঁড়িয়ে ছিলেন। তখনই মুর্শিদাবাদগামী একটি কন্টেনার এসে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে। ওই কন্টেনারে ছিলেন সাদ্দাম বার্নাওয়াল। দুর্ঘটনায় তিনজনই জখম হন। খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিস এলাকায় পৌঁছয়। পুলিস তিনজনকে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, সম্ভবত কুয়াশার কারণে কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরেছিল। - নিজস্ব চিত্র
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা