দক্ষিণবঙ্গ

সকালে ঘন কুয়াশায় কমল দৃশ্যমানতা, বেলা বাড়তেই গরম

সংবাদদাতা, রামপুরহাট: ঘূর্ণিঝড় ডানার পর থেকেই হাওয়ায় ছিল ঠান্ডা আমেজ। তবে রবিবার ভোরে হঠাৎই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রামপুরহাট মহকুমার পথঘাট। সকাল আটটা পর্যন্ত চারপাশ কুয়াশায় ঢেকে ছিল। এ যেন হেমন্তেই শীতের আগমনী বার্তা। পরে কুয়াশা সরে গেলেও আকাশ ছিল মেঘলা। ঘন কুয়াশার কারণে রামপুরহাট মহকুমার পথঘাট, জাতীয় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গিয়েছে। দশ ফুট দূরের কিছুই দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশার কারণে ট্রেনও চলেছে কিছুটা ধীর গতিতে। সকালে শ্রমজীবী মানুষদের মোটা পোশাক পরে কাজে বেরতে দেখা গিয়েছে। প্রাতঃভ্রমণকারীদের পোশাকেও ছিল ঠান্ডার আগমন বার্তা। 
সকাল সাতটা নাগাদ ঝাড়খণ্ডে সীমানার সুঁরিচুয়া থেকে দুমকা রোড ধরে বাইক চালিয়ে রামপুরহাট আসছিলেন সুনীল কুমার। তিনি বলেন, ফাঁকা রাস্তায় কয়েক হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়েও লাভ হয়নি। কুয়াশায় জেরে জামার সামনের দিকে ভিজে গিয়েছে। মনে হচ্ছে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। হেলমেটের কাচ বারবার মুছতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় খুব ধীরে ধীরে বাইক চালাতে হচ্ছে। 
একইভাবে সকালের দিকে বাস চলেছে ধীর গতিতে। রামপুরহাট মহকুমা বাস মালিক সমিতির সভাপতি জামারুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে ড্রাইভারদের দেখতে সমস্যা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় বাস আস্তে চালাতে হয়েছে। ফলে গন্তব্যে পৌঁছতে সময় বেশি লেগেছে। তিনি বলেন, ঝুঁকি নিয়েও বাস চালাতে হয়েছে। কারণ, প্রথম ট্রিপ মার খেলে সারাদিন বসে থাকতে হবে। এমনিতেই এখন টোটোর দাপটে বহু রুটে বাস চলাচল বন্ধ। 
যদিও সকালের দিকে ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কে অন্যান্য যানবাহন ছিল কম। রামপুরহাট ট্রাফিক পুলিসের এক কর্তা বলেন, কুয়াশা থাকলে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। নিয়মিত যে রাস্তায় প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে গাড়ি চালানো হয়, কুয়াশার সময় অবশ্যই সেই বেগ ২৫-৩০ কিমিতে আনতে হবে। গতি কম থাকলে দুর্ঘটনার সম্ভাবনা থাকলেও গাড়ি থামানো সহজ হবে। সেই সঙ্গে সামনের গাড়ি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হবে। 
তবে বেলার দিকে কুয়াশা সরে যেতেই গরম অনুভূত হতে শুরু করে। সেই সঙ্গে আকাশ ছিল মেঘলা। সকালের দিকে তাপমাত্রার পারদ নেমে এসেছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসে। সকল ন’টায় ৪ ডিগ্রি বেড়ে তা হয় ২৭। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ বাড়ে। 
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা