দক্ষিণবঙ্গ

ঘাটালে বাড়ি ভস্মীভূত

সংবাদদাতা, ঘাটাল: ‘ডানার’ প্রভাবে বৃষ্টির মাঝেই বসতবাটি পুড়ে ছাই হয়ে গেল। বৃহস্পতিবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার রাধাকান্তপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হঠাৎই  রাসবিহারী ভুঁইয়া নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়।  স্থানীয়রাই উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিস জানিয়েছে, বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে। তবে বাড়ির সদস্যদের কোনও ক্ষতি হয়নি। শর্টসার্কিটের ফলে ওই অগ্নিকাণ্ড হয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।
গৃহকর্তা বলেন, ‘ডানার প্রভাবে বৃষ্টি হচ্ছিল। ওই রাতে খাওয়াদাওয়া করার পর আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। ওই সময়েই হঠাৎ পোড়া গন্ধ পাই। তখনই উঠে দেখি বাড়ির একাংশ দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে পরিবারের সকলে বাড়ির বাইরে বেরিয়ে এলেও কোনও নথিপত্র ও আসবাবপত্র বের করা সম্ভব হয়নি। তাই চোখের সামনেই সবকিছু জ্বলতে দেখতে হয়েছে।তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই রাসবিহারীবাবুর বাড়ি যান। তিনি ওই পরিবারের হাতে এক বস্তা চাল ও অন্যান্য ত্রাণসামগ্রী তুলে দেন। দিলীপবাবু বলেন, ‘আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ রয়েছে মানুষ বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়াতে হবে। কোনও রকম বিলম্ব করা যাবে না। সেই নির্দেশ আমরা সব সময় মেনে চলি। তাই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ওই পরিবারের প্রধানের সঙ্গে গিয়ে দেখা করি।’ আগামী দিনে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে ওই পরিবারকে অন্যান্য সহযোগিতা করা যায় তার চেষ্টা করা হবে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা