দক্ষিণবঙ্গ

বন্যার দোসর হয়ে হাজির ডেঙ্গু, পুজোয় ত্রস্ত পশ্চিম মেদিনীপুর

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু পুজোর আগে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। কারণ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার ছুঁই ছুঁই। তাই উৎসবের মধ্যেও জোর কদমে কাজ শুরু করেছে জেলার স্বাস্থ্যদপ্তর। বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করার পাশাপাশি ব্লিচিং পাউডার, পতঙ্গ বাহিত রোগ নির্মূল করার স্প্রে করছেন স্বাস্থ্যকর্মীরা। প্রশাসনের এক আধিকারিক জানাচ্ছেন, শুধু পশ্চিম মেদিনীপুর পুরসভা এলাকায় প্রায় একশো জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। পুরসভার ৫টি ওয়ার্ডে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একইসঙ্গে পুজোর সময়ও বিভিন্ন ওয়ার্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ চালানো হবে। 
পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে পরিষেবা দিচ্ছেন। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়] সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। 
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে পতঙ্গ বাহিত রোগ নির্মূল করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচিও শুরু হয়েছে। বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। 
রাজ্য সরকারের প্রধান লক্ষ্য পতঙ্গ বাহিত রোগ নির্মূল করা। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় ভেক্টর ডিজিস কন্ট্রোল প্রকল্প কাজ করছে। এবছর আগে থেকে ঝাঁপিয়ে পড়ায় পঞ্চায়েত ও পুরসভা এলাকায় ছবিটা বদলেছে। তাই গত বছরের তুলনায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা কম।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় ৯৩৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে মেদিনীপুর সদর ব্লকে ৪৬ জন, কেশিয়াড়ি ব্লকে ৪৩ জন, নারায়ণগড় ব্লকে ৯৪ জন, দাঁতন-২ ব্লকে ৯৬ জন, ডেবরা ব্লকে ৭৮ জন, পিংলা ব্লকে ১১৩ জন, ঘাটাল ব্লকে ১১৯ জন ও মেদিনীপুর পুরসভা এলাকায় ৯২ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তবে এখনও পর্যন্ত রামজীবনপুর, চন্দ্রকোণা ও ক্ষীরপাই পুরসভা এলাকায় কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হননি। মেদিনীপুর পুরসভায় ২২, ২৩, ২৪, ২৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। 
প্রশাসনের এক আধিকারিক বলেন, বিভিন্ন এলাকায় জল নেমে গেছে। জল জমে থাকলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে, সেই এলাকায় গিয়ে ডেঙ্গু মোকাবিলায় নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। মেদিনীপুর পুরসভাও কোমর বেঁধে ময়দানে নেমেছে। পুরসভার তরফেও মশারি দেওয়া হচ্ছে। 
মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, ডেঙ্গু মোকাবিলায় নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। উৎসব শুরু হলেও কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। 
এদিন মেদিনীপুর শহরের বাসিন্দা তপন চৌধুরী বলেন, আবর্জনার জন্য অনেক জায়গায় নর্দমার জল আটকে আছে। বিকেলের পর মশার জ্বালায় বাড়িতে টেকা দায়। পুরসভার উচিত আরও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা