দক্ষিণবঙ্গ

রোদ উঠতেই কাটল সকালের বৃষ্টির বিষণ্ণতা, রবিবারের বাজারে উপচে পড়ল ভিড়

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃতীয়া থেকেই পুরোদমে পুজো মুডে সাবেক নবাবি মুলুক। রবিবার সকালে কয়েক দফা বৃষ্টিতে কিছুটা মন খারাপ হয় ব্যবসায়ীদের। তবে বেলা বাড়তেই ঝলমলিয়ে রোদ ওঠে। ছাতা, রেইনকোট  হাতে নিয়ে পথে নামে মানুষের ঢল। পুজোর আগে শেষ রবিবারের বাজারে রীতিমতো ভিড় আছড়ে পড়ে। সদর বহরমপুর, লালবাগ, কান্দি ও জঙ্গিপুর মহকুমার বাজারগুলিতে রাত পর্যন্ত ভিড় করে কেনাকাটা সারল মানুষ। বিকেলের পর থেকে পুজো মণ্ডপে শুরু হয় ভিড়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার কুড়িটি পুজোর উদ্বোধন করেন। নামকরা পুজোগুলির উদ্বোধন আগেভাগে হয়ে যাওয়ায় অনেকেই মণ্ডপে ঢুঁ মারতে শুরু করে। এদিন বহরমপুরের নতুন বাজার মিলন সঙ্ঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে হাজির ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদব সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী জেলাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে সকলকে ভালোভাবে পুজো কাটানোর শুভেচ্ছা জানান। 
বিকেলের পর থেকে থিকথিকে ভিড় দেখা যায় বহরমপুরের বিভিন্ন শপিংমল থেকে বড় দোকানগুলিতে। কেউ হাল ফ্যাশনের জামাপ্যান্ট, আবার কেউ ট্রাডিশনাল পাঞ্জাবি পাজামা, সালোয়ার ও কুর্তি কিনতে ব্যস্ত ছিলেন। শহরের শাড়ির দোকানগুলিতেও ভালো ভিড় করেন ক্রেতারা। বহরমপুরের গোরাবাজারের বাসিন্দা দীপ্তি দাশগুপ্ত বলেন, দু’টি কটন কো অর্ডস কিনেছি। সেই সঙ্গে অফিসে পরার জন্য কিছু সালোয়ার কামিজ ও কুর্তি কিনলাম। কটন ট্রাউজার কিনেছি। এরপর মায়ের জন্য শাড়ি কিনতে যাব।
এদিন দুপুরে বিভিন্ন রেস্টুরেন্টে ভিড় জমান অনেকে। বহরমপুরের রানিবাগানের একটি রেস্তরাঁ থেকে বেরিয়ে রজত জানা বলেন, সকালে বাড়ি থেকে বেরিয়েছি কেনাকাটা করব বলে। মাঝে একটু বৃষ্টি হওয়াতে আমরাও একটা ব্রেক নিয়ে নিলাম। দুপুরের জমিয়ে খাওয়া দাওয়া করে আবার বাজার করা শুরু করলাম। প্রতিবার পুজোর সময় এবং আগে বৃষ্টি হবেই, সেটা ভেবে দুঃখ করে লাভ নেই। 
তবে এদিন ছোট দোকানগুলিতে বিক্রি অতটা ভালো নয় বলে আক্ষেপ করেন ব্যবসায়ীরা। শহর লাগোয়া বিভিন্ন পোশাকের হাটে নিয়মিত ভালো ভিড় হচ্ছে। সেজন্য ছোট ব্যবসা মার খাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। মুর্শিদাবাদ জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, পুজোর বাজার একদম শেষের দিকে। আজ শেষ রবিবার। স্বাভাবিকভাবে ভিড় ভালোই। আগামী দু’-তিনদিন ভালো বিক্রি হবে। তবে ছোট দোকানগুলিতে কিন্তু বিক্রি অতটা ভালো নয়। শহর লাগোয়া বিভিন্ন জায়গায় বড় বড় হাট বসছে। যার অধিকাংশই অবৈধ। এই হাটগুলি পাইকারি বলা হলেও সেখানে খুচরো জিনিসও বিক্রি হচ্ছে। সেজন্য ছোট দোকানগুলিতে কেনাকাটা করার আগ্রহ মানুষের কমেছে। অনেকেই হাটে গিয়ে দু’-একটা করে জিনিস কম দামে কিনে নিয়ে চলে আসছে।  খাগড়ার বস্ত্র ব্যবসায়ী অভিজিৎ চক্রবর্তী বলেন, পুজো এগিয়ে এলে ছোট দোকানগুলিতে বিক্রি কিছুটা বাড়ে। কিন্তু আশেপাশে যেভাবে হাট উঠেছে তাতে আমাদের বিক্রি এবছর অনেকটাই কম। এখন আর তিনদিন বাকি আছে, দেখা যাক কতটা বিক্রি হয়। আমরা আশায় আছি। -নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা