দক্ষিণবঙ্গ

বৈরামপুর হালদারপাড়া বারোয়ারির পুজো সরকারি অনুদানে পেয়ে এবার আরও বড়

সংবাদদাতা, তেহট্ট: সরকারি অনুদান না পেলে এবার পুজো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল কালীগঞ্জের বৈরামপুর হালদারপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির। সাংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কল্লোল খাঁ, কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন ও বুথ সভাপতি অপূর্ব দে’র সহযোগিতায় পাওয়া যায় পুজোর অনুদান। তার জেরে এবার ওই পুজো ৫০ বছর পার করতে চলেছে।
বৈরামপুর হালদারপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির সদস্যরা গরিব মৎস্যজীবী সম্প্রদায়ের। এই পুজোর সঙ্গে জড়িত সবাই তফসিলি জাতিভুক্ত। আগে মাছ বিক্রির টাকা জমিয়ে নমনম করে পুজো হতো। তারপর তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্যভাতা দিয়ে পুজো করতে শুরু করেন। এবার খরচ বেড়ে যাওয়ায় ও বৃষ্টির কারণে পুজো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু, সরকারি অনুদান পাওয়ায় এবার আরও বড় করে পুজো হচ্ছে। এলাকার মহিলা মমতা হালদার, অপর্ণা হালদার, সুলতা হালদার ও ভগবতী হালদার বলেন, আমরা আগে দেখেছি বাবা, কাকা শ্বশুররা মাছ ধরে বিক্রি করতেন। সেই টাকা থেকে সামান্য কিছু জমিয়ে পুজো করতেন। তারপর দিদির দেওয়া লক্ষীর ভাণ্ডার আমাদের হাতে এল। সেই সঙ্গে কৃষকবন্ধুর টাকাও পুজোর জন্য দিতাম। কিন্তু, এবার খরচ বেড়ে যাওয়ায় সমস্যা শুরু হয়েছিল। অবশেষে সরকারি অনুদান পাওয়ায় আমাদের পুজো হচ্ছে। পুজো কমিটির সম্পাদক তথা সভাপতি সনৎ হালদার ও রবীন্দ্রনাথ হালদার বলেন, এবার টাকার অভাবের কারণে পুজো বন্ধ হয়ে যাচ্ছিল। সেই সময় রাজ্য সরকারের অনুদান পাওয়ার জন্য আবেদন করি। সেই আবেদন মঞ্জুর যাতে হয় তারজন্য সংসদ, বিধায়ক থেকে সকলেই সাহায্য করেছেন। সরকারি অনুদান আমরা পাচ্ছি। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা