দক্ষিণবঙ্গ

শপিংমল-দোকানে কেনাকাটার ধুম, রবিবারের বাজারে উপচে পড়ল ভিড়

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শপিং মলে এসেছেন কালীগঞ্জের দম্পতি। স্ত্রী মৌমিতা ঘোষ দোকানের ভিতরে কেনাকাটায় ব্যস্ত। স্বামী সন্দীপ ঘোষ দাঁড়িয়ে দোকানের বাইরে। ভিতর থেকে স্ত্রীর হাঁক শুনে দোকানে ঢুকে গেলেন। কেনাকাটার মধ্যেই খুনসুটি লেগে গেল তাঁদের। স্ত্রীর আবদার, আত্মীয় স্বজনদের জন্য আরও কিছু কেনাকাটা করতে হবে। কিন্তু আপত্তি স্বামীর। কারণ ততক্ষণে ব্যাগ ভরে গিয়েছে। ম্যারাথন কেনাকাটা পর টান পড়েছে পকেটেও। স্বামী কিছুটা ধমকের সুরেই বললেন, ‘এবার শেষ করো।’ যদিও কর্ণপাত করলেন না স্ত্রী। বড় দোকানে জমকালো আলোর নীচে দাঁড়িয়ে একের পর জামাকাপড় পছন্দ করে চলেছেন তিনি। পুজোর আগে শেষ রবিবার। হাতে আর মাত্র দু’ দিন। তারপরেই ষষ্ঠী। দেবীর অধিবাস। তাই রবিবারেই সমস্ত কেনাকাটা শেষ করতে হবে। কৃষ্ণনগর বাজার ঘুরলে কমবেশি এই চিত্রই চোখে পড়ছে। কেনাকাটা নিয়ে কোথাও স্বামী-স্ত্রীর খুনসুটি। আবার কোথাও দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকারা একে অপরের জন্য পুজো জামাকাপড় কিনে দিচ্ছে। যদিও বাঙালির  দুর্গাপুজোও শুরু হয়েই গিয়েছে। পুজোর উন্মাদনাও চোখে পড়ছে পথেঘাটে। শেষ মুহূর্তের কেনাকাটাও চলছে জোরকদমে। শেষ রবিবার নদীয়া জেলার বিভিন্ন দোকান ও শপিং মলে উপচে পড়ল ভিড়। পুজোর দিনে প্যান্ডেলের ভিড়কেও যেন ছাপিয়ে গিয়েছে কেনাকাটার ভিড়। মানুষের ঢল নেমেছে রাস্তায়। বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে মানুষ পথে নেমেছে। সকাল থেকেই কৃষ্ণনগর শহর ও শহরতলির দোকানগুলোতে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। শপিং মল ও জামাকাপড়ের দোকানিদের ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছিল। গোটা দৃশ্যই যেন বলছে, বাঙালিরা পুজো এসে গিয়েছে। 
শনিবার রাতেও কৃষ্ণনগর, তেহট্ট, রানাঘাট সহ বিভিন্ন জায়গায় শপিং মল, ছোটবড় জামাকাপড়ের দোকানগুলোতে উৎসব প্রিয় জনতার ভালোই ভিড় ছিল। রবিবার সারাদিন সেই ছবির পুনরাবৃত্তি হয়েছে। ভিড় সামলাতে রাস্তাতেও পুলিস মোতায়েন করতে হয়েছে বিভিন্ন জায়গায়। কৃষ্ণনগর শহরে সন্ধে থেকেই পোস্ট অফিস মোড়, ফোয়ারার মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে পুলিস। মানুষের ঢল সামাল দিতে পুলিসকে হিমশিম খেতে হয়। অনেক শপিংমলেই দেখা গিয়েছে মাইকিং করতে। 
কৃষ্ণনগর বউবাজার চত্বরে দু’টি বড় শপিংমল রয়েছে। দু’টিই ছিল প্যাকড আপ। একইভাবে কৃষ্ণনগর শহরের পোস্ট অফিস মোড়ে অনেকগুলো শপিং মল, বড় শাড়ির দোকান রয়েছে। সেখানেও ভিড়ের জন্য যানজট তৈরি হয়। 
তেহট্ট থেকে প্রেমিকাকে নিয়ে শপিং করতে এসেছিলেন রঞ্জিত প্রামানিক। তিনি বলেন, অফিসের ছুটি না পাওয়ার কারণে পুজোর কেনাকাটা হয়নি। গত শনিবার থেকে ছুটি পড়েছে। তাই দু’ দিন ধরে চুটিয়ে শপিং করছি। 
নবদ্বীপে রবিবার সকাল থেকে দোকানগুলিতে ভিড় উপচে পড়েছিল। ছুটির দিন অনেকেই কেনাকাটার ফাঁকে হোটেলে পরিবার নিয়ে খাওয়া দাওয়া সেরে নেন। ব্যবসায়ী প্রধান এলাকা রাধাবাজারের ছোটবড় সব দোকানে ভিড় করেছিলেন ক্রেতারা। শাড়ি থেকে রেডিমেড পোশাক, জুতোর দোকানগুলিতে ভিড় দেখা গিয়েছে। এদিন সন্ধ্যার পর নবদ্বীপের বিভিন্ন রাস্তা বাজার রোড, পোড়ামাতলা, ঢপওয়ালির মোড়, রাজাবাজারে ভিড়ের কারণে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা গেল পুলিস কর্মীদের। অনেক রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয়। (কৃষ্ণনগরের একটি দোকানে কেনাকাটা।- নিজস্ব চিত্র)
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা