দক্ষিণবঙ্গ

কেতুগ্রামের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলাশাসক

সংবাদদাতা, কাটোয়া: শনিবার কেতুগ্রামে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ। জেলাশাসক নিজে হাতে ত্রাণ বিলি করেন। অজয়ের বাঁধও পরিদর্শন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ। জেলাশাসক বলেন, ত্রাণ বিলি করেছি। মানুষের কিছু সমস্যা রয়েছে, তা শুনেছি। আশা করি দ্রুত সেগুলোর সমাধান করা হবে। এদিন জেলাশাসক কেতুগ্রাম-১ ব্লকের আনখোনা অঞ্চল ঘোরেন। বেশকিছু রাস্তা ভেঙে গিয়েছে। সেসব তিনি পরিদর্শন করেন। পাশাপাশি মানুষের সমস্যার কথাও শোনেন। বন্যাদুর্গতদের শুকনো খাবার ও ত্রিপল তুলে দেন। এরপর জেলাশাসক কেতুগ্রাম-২ ব্লকেও যান। বিল্লেশ্বর অঞ্চলে অজয়ের বাঁধ পরিদর্শন করেন। এলাকার মানুষের সমস্যার কথা শোনেন।  এদিন বন্যাকবলিত আউশগ্রামের পরশুরামপুর ও সুয়ারা গ্রামের বেশকিছু পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়া ছোটদের ও পরিবারের সদস্যদের নতুন বস্ত্র দেওয়া হয়। আউশগ্রামে এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, আউশগ্রাম-১  বিডিও শেখ কামরুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সহ অনান্যরা। কুনুরের জল উপচে এই দু’টি গ্রামের বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এখনও গ্রামের কয়েকটি জায়গায় জল জমে রয়েছে। প্রশাসন এদিন প্রায় ৪০টি পরিবারের হাতে ত্রিপল, চাল, ডাল, তেল, বিস্কুট, দুধ সহ নানা খাদ্যসামগ্রী তুলে দেয়। -নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা