দক্ষিণবঙ্গ

ভাড়া কম, তাই আসানসোল শিল্পাঞ্চলে জনপ্রিয় ‘যাত্রীসাথী’ অ্যাপক্যাব

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিভিন্ন বেসরকারি পরিবহণ অ্যাপকে টেক্কা দিয়ে কলকাতায় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে রাজ্য সরকারের নিজস্ব পরিবহণ অ্যাপ যাত্রীসাথী। হাওড়া স্টেশনের সামনে বেসরকারি অ্যাপ নির্ভর পরিবহণ পরিষেবাগুলি যেখানে মাছি তাড়াচ্ছে সেখানে যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করে লাইন দিয়ে মানুষ দাড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন। এবার সেই অ্যাপই ক্রমশ জনপ্রিয় হচ্ছে দুর্গাপুর ও আসানসোল শহরে। পুলিসের পক্ষ থেকে আসানসোল, দুর্গাপুর স্টেশন এবং অণ্ডাল বিমানবন্দরে যাত্রীসাথীর বুথ বানিয়েছে। সেখানে পুলিস ও সিভিক ভলান্টিয়ারের উপস্থিতিতে গাড়ি বুক করে যাত্রীরা নির্দিষ্ট গাড়ির মাধ্যমে গন্তব্যের উদ্দেশে পাড়ি দিচ্ছে। এছাড়া অন্যত্রও যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বুকিং হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দুর্গাপুরে প্রতিদিন ৪০০টি রাইড হচ্ছে এই অ্যাপে বুকিংয়ের মাধ্যমে। তেমনি আসানসোলেও প্রতিদিন একশোর বেশি বুকিং হয় বলে জানা গিয়েছে। গাড়ির পাশাপাশি এই অ্যাপের সাহায্যে অটো এমনকী বাইকও রাইড করার জন্য বুক করা যাচ্ছে। জানা গিয়েছে, অন্যান্য অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক বুক করলে যে ভাড়া দাবি করা হচ্ছে, এতে তার থেকে অনেক কম ভাড়ায় যাওয়া যাচ্ছে। বেসরকারি অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি চালক ও যাত্রী দুই তরফ থেকেই কমিশন পায়। তাই ভাড়া বেড়ে যায়। যাত্রীসাথী সরকারি অ্যাপ হওয়ায় সেই বাড়তি টাকা লাগে না। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপে যে সব চালকরা নথিভুক্ত রয়েছেন তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নথি যাচাই করেই নথিভুক্ত হয়েছেন। পাশাপাশি পুলিস এবার চালকদের পুলিস ভেরিফিকেশনও করিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। যাতে নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন না থাকে। এই অ্যাপটিকে আরও জনপ্রিয় করতে দুর্গাপুজোকে হাতিয়ার করছে আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ট্রাফিক বিভাগ। পুজো মণ্ডপে সেফ ড্রাইভ সেভ লাইফের যেমন প্রচার চালানো হবে, তেমনি যাত্রীসাথী অ্যাপেরও প্রচার করা হবে। নির্দিষ্ট ব্যানার টাঙানো হবে। যাতে মানুষ সহজেই বিষয়টি জানতে পারেন। পাশাপাশি মানুষ সস্তায় বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যদিও এতে চালকদের একাংশ ক্ষুব্ধ। যেমন খুশি ভাড়া চাওয়ার দিন শেষ। তাই গাত্রজ্বালা হচ্ছে অসাধু চালকদের একাংশের।
ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমূর্তি বলেন, যাত্রীসাথী অ্যাপটিকে আরও জনপ্রিয় করার জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা