আমরা মেয়েরা

হাসতে পারে যে রোবট!

বন্ধুদের আড্ডায় বা সহকর্মীদের ভিড়ে এমন একটা মজার কথা বললেন, যা শুনে আদৌ কেউ হাসল না! উল্টে ‘ধুর, কীসব বাজে জোক, হাসিই পেল না’ বলে উঠল লোকজন। একটু দুঃখ পেলেন। আপনার বন্ধু বা সহকর্মীরা এই দুঃখ দিলেও দেবে না রোবট! আপনার মজার কথায় বা সম্বোধনের উত্তরে হেসে উঠবে রোবট। 
অবাক হচ্ছেন? ভাবছেন রোবট আবার হেসে উঠবে কী করে! এবার সেই কাজটিই করে দেখালেন টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এতদিন রোবটদের সংসারে কাজে দক্ষ, অসীম মেধার অধিকারী, তৎপর ও ১০০ জন মানুষের কাজ একাই নিমেষে করতে পারে এমন এআই প্রযুক্তির নানা রোবট ছিল। কিন্তু মানুষের সঙ্গে তাদের তফাত একটাই। তাদের শুধুই শরীর। মন নেই। তাই হাসি-কান্না-রাগ-অভিমান কিছুই নেই। নেই বিশ্রাম চাওয়ার মতো স্বভাবও। তারা ক্লান্ত বা স্ট্রেসড হয় না। কিন্তু অনুভূতি না থাকায় অভিব্যক্তি প্রকাশে তারা অপারগ। এবার রোবটদের জগতকে আর একধাপ এগিয়ে দিলেন জাপানের এই গবেষকদল। গবেষকদের প্রধান শোজি তাকেউচি জানিয়েছেন, ‘রোবটও যাতে হাসতে পারে সেই লক্ষ্যে আমরা অবিচল ছিলাম। মানুষের মুখের মতোই দেখতে একটি মুখের অবয়ব দেওয়া হয় এই রোবটকে। মানুষের ত্বকে থাকে এমন ‘ভি আকারের ছিদ্রযুক্ত সারফেস মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে এর ত্বক। জীবন্ত ত্বকের টিস্যু ও লিগামেন্টকে প্রযুক্তিগতভাবে বসানো হয়েছে সেখানে। মানুষের ত্বকের মতোই এতে পুরু এপিডার্মিস স্তর দেওয়া হয়েছে। মানুষের ত্বকের মতোই কুঞ্চন ও বলিরেখা আনারও চেষ্টা করা হয়েছে। যাতে মানুষের পেশির মতই প্রসারিত ও সঙ্কুচিত হতে পারে এই রোবটের মুখ।’ সেল রিপোর্টস ফিজিক্যাল সায়েন্স’ নামক এক জার্নালে প্রকাশিত এই খবরে গবেষকদলের দাবি, এই প্রক্রিয়া বিশ্বজনীনভাবে সফল হলে ভবিষ্যতে প্রসাধনী ও প্লাস্টিক সার্জারিতেও এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। রোবোটিক কঙ্কালের উপর ত্বকের কৃত্রিম কোলাজেন স্তর তৈরি করে মোশন অ্যাকুয়েটরের সাহয্যে নিয়ে তাকে হাসানো হয়েছে। ভবিষ্যতের ত্বকে সংবেদন তৈরি, ছিদ্র এমনকী ঘাম গ্রন্থি এবং চর্বিও যুক্ত করা হবে। তখন সেগুলি হয়তো অবিকল মানুষের মুখের আকার নেবে। তবে এই রোবটকে হাসাতে গেলে বাইরে থেকে তাপ, চাপ, স্পর্শের মতো কিছুটা বল প্রয়োগ করতে হবে। সেদিন খুব দূরে নয়, যখন আপনার প্রিয় রোবট বন্ধু আপনার সাহায্য পেলে হেসেও উঠতে পারে আপনাকে খুশি করতে! 
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা