আমরা মেয়েরা

পাহাড়ে বাইক বাহিনী

কানাডার উটায় বেশ অনেকখানি পাহাড়ি মরু অঞ্চল। সেখানেই প্রতি বছর রেড বুল র‌্যাম্পেজ মাউন্টেন বাইকিং-এর আয়োজন করা হয়। গত বছর পর্যন্ত তাতে শুধুমাত্র পুরুষ বাইকারদেরই আমন্ত্রণ জানানো হতো। এই প্রথম মহিলাদের একটি বাইকিং দলকেও ডাকা হয়েছে অংশগ্রহণ করার জন্য। দলের নেত্রী কেটি হোল্ডেন জানালেন এই বাইকিং ইভেন্ট বা অনুষ্ঠান কানাডার সবচেয়ে বিখ্যাত এবং ঝুঁকিপূর্ণ। সেখানে মহিলাদের এতদিন যোগ্য বলেই ধরা হতো না। এবছর সেই বাধা অতিক্রম করতে পেরে তিনি ও তাঁর বাইক বাহিনী দারুণ আনন্দিত। উটার জিয়ন ন্যাশনাল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অঞ্চল উটার পাহাড়ি মরুভূমির অন্তর্গত। হোল্ডেন নিজে বাইকার হওয়ার পাশাপাশি একজন দক্ষ আইনজীবীও বটে। বহু বছর ধরেই তিনি রেড বুল র‌্যাম্পেজে মহিলাদের অংশগ্রহণ করার অনুমতি বিষয়ে নানা আবেদন ও আন্দোলন করছেন। ২০০১ সালে এই বাইকিং ইভেন্ট শুরু হওয়ার পর থেকেই হোল্ডেন আবেদন করেছিলেন এখানে পুরুষের পাশাপাশি মহিলাদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। কিন্তু তখন বিষয়টি মহিলাদের পক্ষে বিপজ্জনক বলে এড়িয়ে যাওয়া হয়েছিল সংস্থার তরফে। তবু হাল ছাড়েননি হোল্ডেন। লাগাতার লড়াই চালিয়ে গিয়েছেন। ক্রমশ তাঁর ও তাঁর দলের দাবি মেনেছে রেড বুল র‌্যাম্পেজ সংস্থা। এটাই একটা বড় জয় বলে মনে করছেন কেটি হোল্ডেন ও তাঁর দলের বাইকাররা। হোল্ডেন বললেন, এই জয় শুধু তাঁর দলের নয় বরং পৃথিবীর সব মহিলা বাইকারেরই জয়। এটা বড় সম্মানও বটে। সেই সম্মানরক্ষার সম্পূর্ণ চেষ্টা করবেন তিনি ও তাঁর দল।         
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা