অন্দরমহল

রেস্তোরাঁর খবর

নভোটেল কলকাতায়  দেওয়ালি হ্যাম্পার
নভোটেল কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে পাবেন এক্সক্লুসিভ ফেস্টিভ হ্যাম্পার— বন্ধন। ক্লাসিক হ্যাম্পার, সিলভার হ্যাম্পার, গোল্ড হ্যাম্পার, প্ল্যাটিনাম হ্যাম্পার, ডায়মন্ড হ্যাম্পার, এবং লিমিটলেস হ্যাম্পার পাবেন। এতে রয়েছে হাতে তৈরি চকোলেট, গুর্মে স্ন্যাকস, বিদেশি চা, ড্রাই ফ্রুটস, উৎসব স্পেশাল মিষ্টি ইত্যাদি।

চাওম্যান-এর  দীপাবলি অফার 
চাওম্যানে দীপাবলি অফারে পাবেন চাইনিজ খাবারের সম্ভার। সি ফুড নুডলস, ধনিয়া বার্নট গার্লিক রাইস, মাউন্টেন ক্র্যাব ক্লজ, চাওম্যান স্পেশাল চিকেন, রোস্টেড চিলি পোর্ক, ডেভিলড প্রন ইত্যাদি। চাওম্যান অ্যাপের মাধ্যমে অর্ডারের উপর বিশেষ ছাড় থাকছে। 

অ্যামব্রোসিয়া-এ ফেস্টিভ চিজ প্ল্যাটার
দীপাবলি উপলক্ষ্যে  অ্যামব্রোসিয়ায় পাওয়া যাবে বিশেষভাবে তৈরি করা ফেস্টিভ চিজ প্ল্যাটার। যার মধ্যে  তিনটি চিজ প্যাটি রয়েছে।

প্যাপরিকা গুরমে-র উৎসব মেনু
দীপাবলি এবং ভাইফোঁটার আনন্দ উদ্‌যাপন করতে প্যাপরিকা গুরমের হ্যান্ড মেড আইসক্রিমের স্বাদ নিন। আরও পাবেন মেডিটেরেনিয়ান মেজে প্ল্যাটার, ব্রেকফাস্ট প্ল্যাটার, ফিউশন লাড্ডু ইত্যাদি। ভাইফোঁটার মেনুতে থাকছে চকোলেট টার্ট, লোটাস বিসকফ ডেজার্ট। খাও সুয়ের মধ্যে ক্লাসিক বার্মিজ ডিশ সহ ক্রিস্পি হট ডিপ হ্যাম্পার থাকবে। 

ফ্যাব্রিকা অরিজিনাল-এর ফেস্টিভ মেনু
দীপাবলি এবং ভাইফোঁটা উদ্‌যাপন করুন ফ্যাব্রিকা অরিজিনালের সঙ্গে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ফেস্টিভ মেনুতে পাবেন ইতালির খাবারের সম্ভার। নোচো ফ্রিটো,  ক্লাসিক সিজার স্যালাড ইত্যাদি, মেন কোর্সে ক্লাসিক পিৎজা, নেপোলেটানা রোস্ট চিকেন, আইকনিক মার্গারিটা দিওপি থাকবে। পাস্তার মধ্যে রিগাতোনি কার্বোনারা, মাফাল্ডিন ​​আল রাগুরের  স্বাদ নিতে পারেন। ডেজার্টে পাবেন তিরামিসু অরিজিনাল, রোজমেরি ক্রাম্বেলের সঙ্গে ভেলভেতি পানাকোটা। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ২৫০০ টাকা, কর অতিরিক্ত।

ইয়াউচা-এ দেওয়ালি স্পেশাল মেনু
দীপাবলিতে, ইয়াউচা কলকাতায়  পাবেন রকমারি ডেজার্ট। নবরত্নের নয়টি মূল্যবান রত্নের কথা মাথায় রেখে সাজানো মেনুতে পাবেন রোজ পার্ল, পিনাট ক্যারামেল, পিনাট বাটার ক্রিম, গোল্ডেন ক্যারামেল, জাফরান অ্যান্ড ম্যাঙ্গো, জাফরান মালাই, ম্যাঙ্গো ক্রিম, ডার্ক ফিগ, জামুন অ্যান্ড কাস্টার্ডঅ্যাপল ইত্যাদি। এছাড়াও রয়েছে কেক  পেস্ট্রির মধ্যে রকমারি স্বাদের প্লাম, জেসমিন, অরেঞ্জ, সিনামন, সিসেম, পিনাট, গোয়াভা, পিচ ইত্যাদি পাবেন। দু’জনের জন্য খরচ ১৫০০ টাকা,  ৯টি ম্যাকারুনের বাক্স পাবেন ৮২৫ টাকায়।

বার্মা বার্মা-য় উৎসবের মেনু
উৎসব মরশুমে বার্মা বার্মা নিয়ে রেস্তরাঁ এনেছে আইসক্রিম গিফট বক্স। প্রচলিত উপহারের বদলে প্রিয়জনকে দিতে পারেন এই গিফট বক্স যার প্রতিটিতে পাবেন ১৫০ মিলির চারটি স্বাদের আইসক্রিম, অ্যাভোকাডো এবং হানি আইসক্রিম, ডার্ক চকলেট এবং অলিভ আইসক্রিম, ক্যারামেলাইজড চকলেট এবং চিজ আইসক্রিম, পাইনঅ্যাপেল এনার্জি আইসক্রিম। আইসক্রিম গিফট বক্সের অনলাইন মূল্য ১০০০ টাকা, রেস্তরাঁয় পাবেন ১০৫০ টাকায়।

লা ম্যাকারিও কাফে ফেস্টিভ মেনু 
উৎসবের মরশুমে লা ম্যাকারিও কাফে নিয়ে এসেছে নতুন মেনু। পাবেন কার্ড পার্টি স্পেশাল চিজ প্ল্যাটার। দীপাবলি প্ল্যাটারে ভেজ গালৌটি কাবাব, পনির মাখানি কোয়েসাডিলা, মশলাদার মাটকি ম্যাগি থুপকা। ওরিয়েন্টাল ফিউশন প্ল্যাটারে অ্যাসপারাগাস অ্যান্ড ক্রিম চিজ সুশি, টোফু ডাম্পলিং রোলস এবং সেচুওয়ান স্টাইল পটস্টিকারস। টেক্স মেক্স প্ল্যাটারে মেক্সিকান পনির কর্ন কোয়েসাডিলা, হোমমেড নাচোস, হ্যালাপিনো চিজ পপস, সালসা অ্যান্ড ডিপস রয়েছে। মেডিটেরেনিয়ান আইটেমের মধ্যে থাকছে হামাস, ফালাফেল, লাভাশ স্টিকস এবং স্যালাড। গুরমে দেওয়ালি অ্যাপেটাইজার প্ল্যাটারে আছে গ্রিলড ফালাফেল র‍্যাপস, চিজ স্লাইডার, স্টাফড তন্দুরি আলু। দাম ২৪০০ টাকা থেকে শুরু।

হায়াত সেন্ট্রিক-এ দীপাবলি অফার 
হায়াত সেন্ট্রিক বালিগঞ্জ কলকাতা দীপাবলির বিশেষ উপহারের ডালি সাজিয়েছে, একটি  ভাইফোঁটা স্পেশাল লাঞ্চ এবং ডিনার বুফের আয়োজন করেছে। উপহারের মধ্যে পাবেন হাতে তৈরি চকোলেট, কুকিজ থেকে শুরু করে  ভারতীয় মিষ্টির সম্ভার। হ্যাম্পারগুলি ‘হ্যাপিনেস,’ ‘ডিলাইট,’ ‘জয়,’ ‘ব্লিস’ এবং ‘ইউফোরিয়া’ নামে পাওয়া যাবে। দাম শুরু ৯০০ টাকা থেকে শুরু। 
এই হোটেলের যাযাবর রেস্তরাঁয় ভাইফোঁটা স্পেশাল লাঞ্চ এবং ডিনার বুফের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কম্বিনেশনে খাবারের আয়োজন থাকবে। মেনুতে পাবেন অমৃতসারি ফিশ এবং কুং পাও চিকেনের মতো  স্টার্টার , চিকেন কষা, কলকাতা মাটন বিরিয়ানি, ডাব চিংড়ির মতো মেন কোর্স এবং রসগোল্লার মতো ডেজার্ট। এই রেস্তরাঁয় খাওয়ার জন্য বাজেট রাখুন মোটামুটি ১৮৯৯ টাকা থেকে ৩১৯৯ টাকার মধ্যে। সঙ্গে কর অতিরিক্ত। 

তাজ সিটি সেন্টার নিউ টাউন-এ উৎসবের হ্যাম্পার 
দীপাবলিতে প্রিয়জনদের জন্য মনপসন্দ উপহার পেতে পারেন তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতায়। উদয়, উমদা, উৎসব, উমঙ্গ ইত্যাদি নামের নানা রকম হ্যাম্পার পাবেন। যথাক্রমে ৯৫০ টাকা, ১৫০০ টাকা, ৪০০০ টাকা এবং ৫৫০০ টাকায় পাবেন এই হ্যাম্পারগুলো। প্রতিটির ক্ষেত্রেই কর অতিরিক্ত। এতে থাকবে হোম মেড রেড ভেলভেট কুকিজ , কাজুবাদাম, গণেশ মূর্তি, হাতে তৈরি নানা মিষ্টি, ফ্রুট কেক, সুগন্ধি ধূপ কাঠি, দীপাবলি তোরণ, উৎসবের দিয়া সেট ইত্যাদি। ৫৫৫০ টাকায় (কর অতিরিক্ত) পাবেন সবচেয়ে বড় হ্যাম্পার ‘উজ্জ্বল’।

সোয়ার্ল রেস্তরাঁয় নানারকম হ্যাম্পার
সোয়ার্ল রেস্তরাঁয় বিভিন্ন গিফট হ্যাম্পারে পাবেন ফ্রেশলি বেকড বেরি এবং ড্রাই ফ্রুট কেক, হাতে তৈরি চকোলেট, ঘরে তৈরি চকো চিপ কুকিজ, রোস্টেড পেস্তা, ফেস্টিভ দিয়া, ফেস্টিভ তোরণ, গণেশ মূর্তি, রঙ্গোলির সরঞ্জাম সহ বিভিন্ন জিনিস।  জয়া, আদ্যা, ঐশানী, আদিরা, ধৃতি, সানভি, নিমত এবং ভব্যা নামের বিভিন্ন গিফট হ্যাম্পারগুলির মূল্য যথাক্রমে  ১৫০০ টাকা, ৩০০০ টাকা, ৫০০০ টাকা, ৭৫০০ টাকা,  ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২২,৫০০ টাকা এবং  ৫৫,০০০ টাকা। কর অতিরিক্ত।

হার্ড রক কাফে-র উৎসবের মেনু
দীপাবলি ভাইফোঁটা উপলক্ষ্যে হার্ড রক কাফের বিশেষভাবে তৈরি উৎসবের মেনুতে থাকছে পনির মাখানি, ভেগান ফ্রেন্ডলি টাকোস এবং বাটার চিকেন টাকোসের সঙ্গে  ম্যাঙ্গো লস্যি পাবেন পানীয় হিসেবে।
শেরী ঘোষ
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা