বিনোদন

বছরের শেষ রাতে চলবে ৩ জোড়া স্পেশাল মেট্রো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষশেষের রাতে নতুন বছরকে স্বাগত জানাতে বিশেষভাবে সেজে ওঠে মহানগরী। বছরের এই বিশেষ সন্ধিক্ষণে তিলোত্তমার মায়াবী রূপ উপভোগ করতে অসংখ্য মানুষ পথে নামেন। পরিবার-পরিজন নিয়ে শহরের বিভিন্ন জায়গায় জমায়েত করে উৎসবপ্রেমী জনতা। তাঁদের যাতায়াত মসৃণ করতে কলকাতা মেট্রো বছরের শেষদিন রাতে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে বলে ঘোষণা করেছে। 
জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের যাত্রীরা এই বিশেষ পরিষেবা পাবেন। ১৫ মিনিট অন্তর স্পেশাল মেট্রো নর্থ-সাউথ করিডরে আপ-ডাউনে ছুটবে। কবি সুভাষ থেকে মঙ্গলবার এই স্পেশালগুলি ছাড়বে যথাক্রমে – রাত ৯টা ৪৮, ১০টা ৩ মিনিট এবং ১০টা ১৮ মিনিটে। একইভাবে রাত ৯টা ৫৫, ১০টা ১০ এবং ১০টা ২৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে স্পেশাল মেট্রো যাত্রা করবে। 
এর পাশাপাশি যাত্রীদের জন্য রাত ১০টা ৪০ মিনিটের নাইট সার্ভিস মেট্রোও থাকবে। যদিও কবি সুভাষ থেকে দমদম স্টেশনের মধ্যে এই পরিষেবা চলাচল করে। এই পরিষেবা নেওয়ার একাধিক শর্ত রয়েছে। যা কলকাতা মেট্রোর কমার্শিয়াল বিভাগের তরফে নেওয়া হয়েছে। ‘যাত্রী বিরোধী’ এই সিদ্ধান্ত নিয়ে খোদ মেট্রো রেলের অন্দরেই মতবিরোধ রয়েছে। কেন না রাত ১০টা ৪০ মিনিটের এই পরিষেবায় সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকে। একমাত্র স্মার্ট কার্ড কিংবা মেশিনের টোকেন দিয়ে মেট্রোয় ওঠা যায়। যদিও বেশিরভাগ স্টেশনের মেশিন খারাপ থাকে বলে যাত্রীদের অভিযোগ। একইভাবে স্মার্ট কার্ড রিচার্জে পাঁচ শতাংশ বোনাসে কোপ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শ্যামবাজারের বাসিন্দা সজল দাসের কথায়, ‘কোনও যাত্রীর একটি বাতিল হওয়া মোবাইল ফোন খোয়া গেলেও তা উদ্ধারের পর বিরাটভাবে প্রচার করে মেট্রো রেল। কিন্তু সাধারণ মানুষের করের টাকায় চলা এই সংস্থা যখন স্মার্ট কার্ডের বোনাস ১০ থেকে পাঁচ শতাংশে কমিয়ে আনে, তখন তা চুপিসারে করে।’ এ প্রসঙ্গে নর্থ-সাউথ রুটের এক স্টেশন ম্যানেজার বলেন, ‘মেট্রো ভবনের কিছু অসাধু অফিসার এই ধরনের সিদ্ধান্ত প্রচার করতে বারণ করেছিলেন। কিন্তু কাউন্টার তথা স্টেশনে যাত্রীদের ক্ষোভের মুখে আমাদের পড়তে হয়। ওঁরা সেই দায়িত্ব নেন না।’
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা