বিদেশ

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের পরিকল্পনা নেই, জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

ঢাকা, ৮ সেপ্টেম্বর: শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে এখনও বইছে পরিবর্তনের হাওয়া! সরকারি স্তরে একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে গত কয়েকদিনে। আরও কিছু বিষয়ে পরিবর্তনের দাবি উঠছে ভারতের প্রতিবেশী দেশের অন্দরে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত চাইছে না বাংলাদেশের একাংশ মানুষ। চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাত-ই-ইসলামির প্রতিষ্ঠাতা গুলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমন আজমি এক দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং সংবিধান বদল করার প্রয়োজন রয়েছে। বলেছিলেন, ‘বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি, তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী নয়। এটা বঙ্গভঙ্গের সময়কার ও দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান। দুই বাংলার এক হওয়ার গান কীভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? ১৯৭১ সালে এই গান আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল ভারত। বহু গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত। সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা।’ তারপর থেকেই কবিগুরুর লেখা বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত বাতিলের দাবি জোরালো হতে শুরু করে। যদিও সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেবে না বর্তমান অন্তর্বর্তী সরকার। গতকাল, শনিবার সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ধর্মীয় বিষয়কের উপদেষ্টা খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, ‘বর্তমান উপদেষ্টা সরকার এমন কোনও সিদ্ধান্ত নেবেই না যাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনও পরিকল্পনাই নেই।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা