Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

অর্থ পরে, আগে আস্থা ফেরান মোদি
হারাধন চৌধুরী

পূর্ববর্তী দুটি লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছিলেন। এবার তাঁর প্রচারের ক্যাচলাইন ‘গ্যারান্টি’। কখনও কখনও তিনি শুধু ‘গ্যারান্টি’তেই থেমে নেই, ‘গ্যারান্টিরও গ্যারান্টি’ দিচ্ছেন! পুরো শরীরী ভাষা উজাড় করে দিয়ে প্রধানমন্ত্রী বলে চলেছেন, ‘আজ পুরা হিন্দুস্থান জানতা হ্যায়, দুনিয়া ভি মানতা হ্যায়, মোদি কি গ্যারান্টি মতলব গ্যারান্টি পুরা হোনে কি গ্যারান্টি!’ ঢাকের বোল পাল্টে ফেলার কারণ আজ আর গোপন নেই। তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ জেনে গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি। মানে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তাঁর মতো সম্মাননীয় ব্যক্তি ‘মিথ্যে’ বলেছেন বলাটা নাকি শিষ্টাচারসম্মত নয়, তাই বলতে হচ্ছে—তিনি বারবার ‘অসত্য’ বলেছেন। একই শাস্ত্রবাক্য মেনে বলতে হচ্ছে—মানুষ ‘প্রতারিত’ বোধ করছে, তিনি ‘প্রতারণা’ করেছেন বলা হচ্ছে না। 
বছরে দু’কোটি চাকরি এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমার প্রতিশ্রুতির গায়ে শ্যাওলা জমে গিয়েছে। ওই নোংরা আর ঘাঁটেন না মোদি। এবার বাংলার মানুষের কাছে তাঁর গ্যারান্টি, তিন হাজার কোটি টাকা ফেরাবেন। নিয়োগসহ বিভিন্ন দুর্নীতির তদন্তে নেমে ইডি ওই বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে। সংশ্লিষ্ট মামলাগুলিতে যাঁরা প্রতারণার শিকার টাকাগুলি তাঁদেরই ফেরাতে চান প্রধানমন্ত্রী। এজন্য তাঁর সরকার আইনি পরামর্শ নিচ্ছে বলেও তাঁর দাবি। বলিহারি, মোদির প্রতিশ্রুতি (থুড়ি, গ্যারান্টির গ্যারান্টি)!  
মোদি সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানে বাজার মাত করে চলেছে। স্লোগানটি থেকে ভোটের ফায়দা তুলতে অতিতৎপর এখন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। আর এই আবহেই ৬ এপ্রিলের কাগজে পড়া গেল এক মেধাবী ছাত্রীর মর্মান্তিক কাহিনি। গণধর্ষিতা হওয়ার ‘অপরাধে’ তাকে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে দেয়নি তার স্কুল! ঘটনাটি মোদির সাধের ডাবল ইঞ্জিনে চলা রাজস্থানের আজমিরের। সিদ্ধান্তের সপক্ষে স্কুল কর্তৃপক্ষের সাফাই, বেশিরভাগ অভিভাবক মেয়েটির স্কুলে আসা নিয়ে আপত্তি তুলেছিল। তাই তাকে বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়ার ‘পরামর্শ’ দেয় তারা। মেয়েটিও মেনে নিয়েছিল স্কুলের ফতোয়া। অতঃপর বোর্ডের পরীক্ষা চলে এলে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, সে আর তার স্কুলের পড়ুয়া নেই। টানা চারমাস অনুপস্থিতির কারণেই তার নাম কেটে দেওয়া হয়েছে! এমন জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কী শাস্তি হল, এখনও জানা যায়নি। উল্লেখ্য, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মেয়েটি ৭৯ শতাংশ নম্বর পেয়েছিল। সুখের কথা এই যে, সমস্যাটি গোচরে আসার পর মেধাবী ছাত্রীটির শিক্ষাজীবন বাঁচাতে তার পাশে দাঁড়িয়েছে শিশুকল্যাণ কমিশন।  
প্রধানমন্ত্রী বলছেন, দশবছর ধরে ট্রেলার দেখিয়েছেন। এবার ভোট দিলে পুরো এবং আসল সিনেমাটি দেখাবেন তিনি! কিন্তু ট্রেলার দেখিয়েই কি মানুষকে যথেষ্ট ক্লান্ত, বিরক্ত, ভীত-সন্ত্রস্ত করে দেওয়া হয়নি? এরপর মানুষ পুরো সিনেমা 
দেখতে চাইবে কোন আনন্দে ও কীসের ভরসায়? বরং যে দীর্ঘ অমূল্য সময়টা নষ্ট হয়েছে তাঁর চক্করে পড়ে, তার জন্য আপশোস হচ্ছে অনেক, কিন্তু হারানো দিনগুলি ফেরত পাওয়া আর সম্ভব নয়। মানুষের হাতে এখন এটুকুই আছে যে, ভুলের পুনরাবৃত্তি আর করবে না।   
ঢের হয়েছে, টাকার লোভ আর দেখাবেন না মোদি। মানুষ আর টাকা বা অর্থ চায় না। মানুষ এই আস্থা ফেরত পেতে চায় যে—সিবিআই, ইডি, এনআইএ, এসএফআইও’র মতো তদন্তকারী এজেন্সিগুলি তাদের সাংবিধানিক সত্তা মেনেই কাজ করে। তাদের স্বশাসন কেউ কেড়ে নিতে পারেনি, তারা শাসক দলের আজ্ঞাবহ দাসমাত্র নয়। কেন্দ্রীয় এজেন্সিগুলি কখনও রাজ্য ভিত্তিক তদন্তকারী সংস্থাগুলির শত্রু তো নয়ই, এমনকী প্রতিযোগীও নয়, বরং সহযোগী সংস্থা। তারা সমন্বয় রেখে 
কাজ না করলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধজয় অসম্ভব। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে মুড়ি মুড়কির মতোই! কিন্তু দীর্ঘ 
অপেক্ষার শেষে দেশজুড়ে হতাশার সঙ্গে এটাই দেখা যাচ্ছে যে, এজেন্সগুলি সময়মতো চার্জশিটই পেশ করতে পারছে না কোর্টে। ফলে অনেক প্রকৃত অপরাধীও বেকসুর খালাস হয়ে যাচ্ছে দিনের 
শেষে। বিচারকে এইভাবে প্রহসনে পরিণত করার দায় তবে কার?   
মানুষ এই ভরসা দাবি করে যে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই), নীতি আয়োগ, ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস (এনএসএসও), আয়কর (আইটি) দপ্তর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) প্রভৃতির উপর বাইরে থেকে কেউ 
ছড়ি ঘোরায় না। অথচ সরকারের দোষত্রুটি বা ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্য উপর্যুক্ত সংস্থাগুলিকে ব্যবহারের অভিযোগ সামনে এসেছে একাধিকবার। এই নীতি কোন ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়তে 
সক্ষম, এই প্রশ্ন উঠবেই। 
কাম্য পরিস্থিত এটাই যে বিচার বিভাগের স্বাধীনতার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে না সরকার বা বিরোধী কোনও পক্ষই। আদালতের রায়ের অপব্যাখ্যা হয় না কিংবা বিচারপতি বা বিচার বিভাগের মুণ্ডপাত করা হয় না রায় বিরুদ্ধে গেলেও। আমরা লক্ষ করি, বিচার বিভাগের এই স্বাধীন 
এবং সম্পূর্ণ স্বতন্ত্র সত্তা বজায় রাখতে ওই প্রতিষ্ঠানকে নিরন্তর লড়াই করে যেতে হচ্ছে। মাঝেমধ্যে স্বয়ং দেশের প্রধান বিচারপতিই বাধ্য হচ্ছেন সংশ্লিষ্ট পক্ষগুলিকে একথা মনে করিয়ে দিতে। শুধু সরকারকেই নয়, বিচার বিভাগের সঙ্গে যুক্ত সকলকেও (বিচারপতি, আইনজীবীসহ) সতর্ক করে দিচ্ছেন তিনি।  
মানুষ এই আস্থা চায় যে, রাজভবনগুলি কেন্দ্রীয় শাসক দলের পার্টি অফিসের মতো আচরণ করবে না। রাজভবনের শীর্ষকর্তাটি স্বচ্ছতার সঙ্গে এবং সুষ্ঠুভাবে রাজ্য সরকার পরিচালনার সহায়ক হিসেবে কাজ করবেন। রাজ্যের মানুষের অভাব অভিযোগ বঞ্চনার দিকগুলি তিনি নিয়মিত দিল্লির কর্তাদের গোচরে আনবেন এবং তাঁরই মাধ্যমে দ্রুত সুরাহার ব্যবস্থা হবে। রাজ্য সরকারকে বাগড়া দেওয়া কিংবা রাজ্যের শাসক দলকে ‘ম্যালাইন’ করা রাজ্যপালের দায়িত্ব কর্তব্য নয়। তিনি এইভাবে কেন্দ্রীয় শাসক দলের রাজনৈতিক লাভালাভ বৃদ্ধির ব্রত পালন করলে রাজ্যের মানুষ তাঁকে ‘অবাঞ্ছিত’ ভাবতেই পারে। প্রশ্নও উঠবে, রাজ্যের মানুষের টাকায় রাজভবন নামক শ্বেতহস্তীশালাগুলি রাখার কী প্রয়োজন?
সবশেষে বলতে হয়, জাতীয় নির্বাচন কমিশনের কথা। কমিশনের কাছে পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতাই কাম্য। কিন্তু ইতিমধ্যেই দেশের কোনও কোনও জায়গা থেকে—’মোদির কমিশন’ গোছের তির্যক মন্তব্যও কানে আসছে! ভোটগ্রহণের আগেই, একটি মানুষেরও মনে এমন অনাস্থার সঞ্চার কিন্তু দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনের উপর মোদির পার্টি কোনওরকম প্রভাব বিস্তারের চেষ্টা করছে না, এই আস্থাটা এই মুহূর্তে ভীষণ জরুরি। গণতন্ত্র এবং সংবিধান আমাদের বহু সাধনার ধন। এই দুটি অক্ষত রাখার গুরুদায়িত্ব এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের উপরেই ন্যস্ত।     
মানুষের আস্থা অর্জনে মন দিন নরেন্দ্র মোদি। তবে বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফেরানো বেশ কঠিন এবং সময়সাপেক্ষ। আপনার সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। এই সরকার আস্থা ফেরানোর জায়গায় আর নেই। আস্থা ফেরাবার শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ সাধনায় আপনার পার্টিকেই মন দিতে হবে এখন।
10th  April, 2024
তৃতীয় দফায় তাল ঠুকছে সমীকরণ
শান্তনু দত্তগুপ্ত

আতাউর রহমান (নাম পরিবর্তিত) এখন বছরের বেশি সময়টাই থাকেন গুরুগ্রামে। যেদিকে চোখ যায়, আকাশের পথে পাড়ি দিচ্ছে একটার পর একটা বহুতল। বড় বড় সব প্রজেক্ট। আতাউর সেখানেই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। ঠিকাদার সংস্থাই কাজ পাইয়ে দেয়। বিশদ

কংগ্রেসের ইস্তাহার মোদির হাতে মহিমান্বিত!
পি চিদম্বরম

সদিচ্ছা ও সহযোগিতার এক অভূতপূর্ব নিদর্শন রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দায়িত্ব নিয়ে কংগ্রেসের ইস্তাহারের পুনর্লিখন করেছেন। এবং, সেখানেই না থেমে তিনি তার সঙ্গে যোগ করেছেন তাঁর নিজস্ব ভাবনাচিন্তা এবং ধারণাগুলিকে।
বিশদ

29th  April, 2024
বিদ্বেষভাষণের কেন্দ্রে যখন স্বয়ং প্রধানমন্ত্রী
হিমাংশু সিংহ

বিশ্বকাপ ফুটবলে এমন বহুবার হয়েছে। কাপ যুদ্ধ শুরুর ছ’মাস আগে থেকে সবাই বলেছে, ব্রাজিলই এবার সেরা। চ্যাম্পিয়ন হওয়ার এক নম্বর দাবিদার। একটু তফাতে আর্জেন্তিনা। কিন্তু টুর্নামেন্ট এগতেই দেখা গেল অঘটনের ফেরে আচমকাই সেরা বাজি ছিটকে গেল। বিশদ

28th  April, 2024
লক্ষ্মীর ভাণ্ডারই বদলে দেবে অঙ্ক
তন্ময় মল্লিক

কৃষ্ণনগর পালপাড়া এলাকায় জাতীয় সড়কের ধারে একটি হোটেলে সিকিউরিটি গার্ডের কাজ করেন মধুবাবু। শরীরে ছাপোষার ছাপ স্পষ্ট। একেবারে সাদাসিধে মানুষ। কথায় কোনও মারপ্যাঁচ নেই। ভোটের হাওয়া কোন দিকে জিজ্ঞাসা করায় গড় গড় করে বলে গেলেন নিজের কথা, ‘আগে সিপিএম করতাম, এখন বিজেপি। বিশদ

27th  April, 2024
টেনশন? এতটা মরিয়া কেন মোদি? 
সমৃদ্ধ দত্ত

এতটা নার্ভাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনওদিন লাগেনি। তিনি আসবেন দেখবেন জয় করবেন। তাঁর বক্তৃতা শুনতে ঘণ্টার পর ঘণ্টা ধরে ভক্তরা অপেক্ষা করবে। মানুষ উদ্বাহু হয়ে জয়ধ্বনি দেবে প্রতিটি ঘোষণায়। মন্ত্রমুগ্ধ করে রাখবেন তিনি তাঁর জাদুভাষণে। তিনি বিশ্বগুরু। তিনি হিন্দুহৃদয় সম্রাট।
বিশদ

26th  April, 2024
‘হিন্দু’ রাজেন্দ্রপ্রসাদ বনাম মোদির ‘হিন্দুত্ববাদ’
মৃণালকান্তি দাস

রাজেন্দ্রপ্রসাদ তিওয়ারি বিশ্বনাথ মন্দিরের প্রাক্তন মহন্ত। তাঁদের পরিবার কয়েক শতাব্দী ধরে শিবঠাকুরের এই পবিত্র বাসস্থানের দায়িত্বে। দেশে ‘মন্দির রাজনীতি’ নিয়ে সেই রাজেন্দ্রপ্রসাদও আজ বিরক্ত!
বিশদ

25th  April, 2024
ফৌজদারি অভিযোগ, না প্রার্থীর অলঙ্কার?
হারাধন চৌধুরী

ভারতের বহু মানুষ এখনও নিরক্ষর। সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, দেশে সাক্ষরতার হার ৭৭.৭০ শতাংশ। হলফ করে বলা যায়, দেশের প্রধানমন্ত্রী যখন স্বাধীনতার অমৃতকালের কথা বলেন তখন নিশ্চয় তিনি এই তথ্য মনে রাখেন না। বিশদ

24th  April, 2024
দ্বিতীয় দফায় কতটা আত্মবিশ্বাসী বিজেপি?
শান্তনু দত্তগুপ্ত

ভোটের মরশুম শুরুর আগে ‘মডেল রিসোর্স’ সংস্থা কলকাতায় একটি সমীক্ষা চালিয়েছিল। পুরোদস্তুর রাজনৈতিক ইস্যু। প্রশ্নের মুখে রাখা হয়েছিল সব বয়সের এবং সবরকম শিক্ষাগত যোগ্যতার মানুষকে। নানাবিধ জিজ্ঞাস্য। কিন্তু তার মধ্যে মোক্ষম একটি প্রশ্ন ছিল, ‘আপনার মতে রামমন্দিরের জন্য ৬০০ কোটি টাকা খরচ করাটা কি যুক্তিসঙ্গত? বিশদ

23rd  April, 2024
ধর্মের নামে বজ্জাতির পরিণতি
পি চিদম্বরম

কংগ্রেস এবং বিজেপির ইস্তাহারের মধ্যে তুলনা করতে পারিনি বলে আমার গত সপ্তাহের কলামে আক্ষেপ করেছিলাম। আমার লেখার পরপরই অবশ্য ‘মোদি কি গ্যারান্টি’ নামে একটি ইস্তাহার বিজেপি প্রকাশ করে। এটা এখন ভীষণ রকমে স্পষ্ট যে বিজেপি আর একটি রাজনৈতিক দলমাত্র নয়, এটি একটি কাল্ট বা গোঁড়া ধর্মীয় গোষ্ঠীর নাম।
বিশদ

22nd  April, 2024
মোদির ইস্তাহারে মানুষ ব্রাত্য, শুধুই ব্যক্তিপুজো
হিমাংশু সিংহ

ঘটা করে ইস্তাহার বেরিয়েছে গত রবিবার। প্রধানমন্ত্রীও ইতিমধ্যেই দেশের উত্তর থেকে দক্ষিণ জনসভার সংখ্যায় হাফ সেঞ্চুরি পেরিয়ে ছুটছেন। কিন্তু বাংলার গরিব মানুষের বকেয়া একশো দিনের কাজের টাকা ছাড়ার প্রতিশ্রুতি দিতে কেউ শুনেছেন একবারও? বিশদ

21st  April, 2024
লড়াইটা মোদির আমিত্বের বিরুদ্ধে
তন্ময় মল্লিক

অপেক্ষার অবসান। প্রথম দফার ২১টি রাজ্যের ১০২টি আসনের ভোট গ্রহণ শেষ। বাংলায় তিনটি। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। তারমধ্যে সর্বাধিক মোতায়েন ছিল অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের নির্বাচনী কেন্দ্র কোচবিহারে। বুথ পাহারায় ‘দাদার পুলিস’।
বিশদ

20th  April, 2024
আজ থেকে পরীক্ষা শুরু তরুণদের
সমৃদ্ধ দত্ত

আপনাদের কাছে এই আজ থেকে যে মহাযুদ্ধ শুরু হচ্ছে, সেটি সবথেকে বড় অগ্নিপরীক্ষা। এটা মাথায় রাখবেন। আপনারা অর্থাৎ রাজ্যে রাজ্যে ছড়িয়ে থাকা ভারতীয় রাজনীতির তরুণ প্রজন্ম কতটা যোগ্য, কতটা আপনারা  নিজেদের প্রস্তুত করতে পারলেন এবং আগামী দিনে রাজ্যবাসী আপনাদের উপর কতটা বিশ্বাস, আস্থা কিংবা ভরসা করতে পারবে, মনে রাখবেন, সেই পরীক্ষাটি আজ থেকেই শুরু হচ্ছে। বিশদ

19th  April, 2024
একনজরে
পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানিকটা ম্রিয়মাণ। এখনও পর্যন্ত তিনি জনসভা করেছেন মাত্র দু’টি। তিনি মালদহে একটি রোড শোতে অংশ নিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জনসভা করে ফেলেছেন ন’টি। ...

 নির্বাচন ঘোষণার পর থেকেই  দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি লোকসভা আসনের প্রার্থীদের প্রচার শুরু হয়ে যায় পুরোদমে। তার প্রায় দেড় মাস পর দেখা যাচ্ছে, প্রচার ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির সংখ্যার নিরিখে যাদবপুর লোকসভা অন্য কেন্দ্রগুলির তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। ...

জমি দুর্নীতি মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদনের প্রেক্ষিতে ইডির জবাব চাইল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। আগামী ৬ মের মধ্যে এব্যপারে জবাব দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী ...

‘মা-মাটি-মানুষ নিয়ে বাংলা আছে ভালো।’ এই থিম সং তৃণমূলের যে কোনও সভা শুরু হওয়ার আগেই শোনা যাচ্ছে। সেই সুরের যেন প্রতিধ্বনি শোনা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্রে। অবাক মনে হলেও এটাই সত্যি। তবে তিনি তৃণমূলের থিম ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সব কর্মেই অর্থকড়ি উপার্জন বাড়বে। কর্মের পরিবেশে জটিলতা। মানসিক উত্তেজনা কমাতে চেষ্টা করুন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক নৃত্য দিবস
১৬৩৯ - দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়
১৮৪৮- শিল্পী রাজা রবি বর্মার জন্ম
১৯১৭ – সঙ্গীতবিশারদ দিলীপকুমার রায়ের জন্ম
১৯১৯ - জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন
১৯১৯- বিশিষ্ট তবলাবাদক ওস্তাদ আল্লারাখার জন্ম
১৯৩৯- কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সুভাষচন্দ্র বসু
১৯৪৫ -  জার্মান বাহিনীর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ
১৯৪৫ – ইতালির একনায়ক মুসোলিনীর মৃত্যু
১৯৪৯ -  বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরীর জন্ম
১৯৫৪ -  ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত
১৯৭০ - টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসির  জন্ম
১৯৮০ - চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক স্যার আলফ্রেড যোসেফ হিচককের মৃত্যু
১৯৯৭ -   ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়
২০২০ - বিশিষ্টঅভিনেতা  ইরফান খানের মৃত্যু 

29th  April, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫৭ টাকা ৮৫.০০ টাকা
পাউন্ড ১০২.১২ টাকা ১০৬.৬৩ টাকা
ইউরো ৮৭.৩৭ টাকা ৯১.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। ষষ্ঠী ৪/৫৩ দিবা ৭/৬। উত্তরাষাঢ়া নক্ষত্র ৫৭/৩০ রাত্রি ৪/৯। সূর্যোদয় ৫/৮/৩৯, সূর্যাস্ত ৫/৫৯/৪। অমৃতযোগ দিবা ৭/৪৩ গতে ১০/১৭ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৩ মধ্যে পুনঃ ৩/২৫ গতে ৫/৮ মধ্যে। রাত্রি ৬/৪৩ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৬ গতে ২/৫৬ মধ্যে। বারবেলা ৬/৪৫ গতে ৮/২১ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৬ মধ্যে। কালরাত্রি ৭/২৩ গতে ৮/৪৬ মধ্যে। 
১৭ বৈশাখ, ১৪৩১, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। সপ্তমী রাত্রি ২/৪৫। উত্তরাষাঢ়া নক্ষত্র রাত্রি ১/৩৩। সূর্যোদয় ৫/৯, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ দিবা ৭/৩৭ গতে ১০/১৪ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৬ মধ্যে ও ৩/২৯ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৬/৪৯ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২২ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৬/৪৬ গতে ৮/২২ মধ্যে ও ১/১১ গতে ২/৪৭ মধ্যে। কালরাত্রি ৭/২৪ গতে ৮/৪৭ মধ্যে। 
২০ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইংলিশবাজারে পদযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:56:47 PM

কলকাতায় জোড়া রেকর্ড গড়ল গরম
গরমে ফুটছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। তার সঙ্গে যোগ হয়েছে তাপপ্রবাহ। ...বিশদ

04:56:54 PM

১৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:24:09 PM

পাথরপ্রতিমার জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

04:22:00 PM

ঘোষণা হয়ে গেল আইসিসি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল
আসন্ন পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় দল ...বিশদ

04:19:02 PM

বিজেপির নেতারাই বলছে বাংলার প্রাপ্য টাকা না দিতে: মমতা বন্দ্যোপাধ্যায়

03:51:15 PM