Bartaman Patrika
দেশ
 

দ্বন্দ্বের চোরাস্রোতে উধাও রাজকীয় ঔদ্ধত্য

সমৃদ্ধ দত্ত, গোয়ালিয়র: ‘এখন বিকেল ৪টে। এই অংশটায় আগে ছিল খাজাঞ্চি, নায়েব, গোমস্তা, কেরানি, সিপাহসালার এবং হিসেবরক্ষকদের থাকার জায়গা। কর্মচারীদের আবাসন। সিন্ধিয়া প্রাসাদের রাজকর্মচারীরা পরিবার নিয়ে এখানেই থাকতেন। রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়াকে ইন্দিরা গান্ধী জেলে পাঠানোর পর থেকে ধীরে ধীরে সিন্ধিয়া পরিবারের কংগ্রেস বিরোধী রাজনৈতিক কার্যকলাপ আরও বেড়ে যায়। তারপর তো বাজপেয়িজি আর আদবানিজি দলই গঠন করলেন। সেই থেকে রাজমাতা এই অংশটায় বসতেন। ভিড় বেড়ে চলল প্রাক্তন জনসঙ্ঘ এবং পরে বিজেপি হওয়া নেতা-কর্মীদের। কিন্তু তিনি ইন্দিরা-বিরোধী হলে কী হবে! একমাত্র ছেলে যে কখন রাজীব গান্ধীর বন্ধু, আর কংগ্রেসের ঘরের লোক হয়ে গেল, রাজমাতা প্রথমে বুঝতে পারেননি। বুঝলেন অনেক দেরিতে। সেই থেকেই এই শ্বেতশুভ্র প্রাসাদে দু’টি সমান্তরাল রাজনীতির স্রোত। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, কখনও রাজমাতার মহলে, কখনও আবার পুত্র মাধবরাওয়ের দপ্তরে সারাক্ষণ ভিড় উপচে পড়াই ছিল দস্তুর। স্ট্র্যাটেজি মিটিং থেকে নির্বাচনের স্লোগান রচনা—ইতিহাসের কত উত্থান-পতনের সাক্ষী এই ঘরগুলি। সিন্ধিয়া রাজপ্রাসাদের পিছনের দরজার বাঁদিকে এই অফিস আপাতত প্রায় জনশূন্য।’ এই পর্যন্ত বলে দীর্ঘশ্বাস ফেললেন সর্বেন্দ্র সিং। ৪৬ বছর হয়ে গেল প্রাসাদে। রাজমাতা, মহারাজ মাধবরাও সিন্ধিয়া, যুবরাজ জ্যোতিরাদিত্য কিংবা ‘মহারাজা’ জ্যোতিরাদিত্য। সিন্ধিয়া পরিবারের প্রত্যেকের মুশকিল আসান এই আশি ছুঁইছুঁই সর্বেন্দ্র। লোকসভা ভোট এলে যাঁর নিঃশ্বাস ফেলার সময় থাকত না, আজ সেই মানুষের হাতে অঢেল ফুরসৎ। কারণ গোয়ালিয়রে তাঁর রাজপাট, প্রাসাদ, সদর কার্যালয় থাকলেও মহারাজা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা লোকসভা থেকে প্রার্থী হয়েছেন। আর তাই রানিমা, যুবরাজ, রাজকুমারী সকলেই সেখানে। ছুটছেন তাঁরা। ঘামছেন তাঁরা। গরিবের ঘরে খাচ্ছেন। ছবি তুলছেন। জ্যোতিরাদিত্যর জীবনের অগ্নিপরীক্ষা এই ভোট। গোয়ালিয়ার লোকসভা তাই আপাতত নির্জন, একাকী, নিস্তরঙ্গ। এতকাল নিজে অন্যত্র প্রার্থী হলেও সিন্ধিয়া প্রাসাদই হতো নির্বাচনী সদর দপ্তর। সিন্ধিয়া তাঁর একদা পারিবারিক রিয়াসতের মধ্যে থাকা চম্বল এলাকার তাবৎ লোকসভা কেন্দ্রেই ছুটে বেড়াতেন। সব প্রার্থী তাঁর মুখাপেক্ষী হয়ে থাকতেন। পরিবারে মহারাজা, পার্টিতেও। কিন্তু এবার আর অন্য লোকসভার দিকে নজর দেওয়ার সময় নেই তাঁর। চাচা আপন প্রাণ বাঁচা। তাই গোয়ালিয়রের বিজেপি প্রার্থীকে জেতানোর তাড়না নেই তাঁর। কেন? প্রথম কারণ, আগে গুনায় নিজে জিতবেন কীভাবে, অঙ্ক সেটাই। আর দ্বিতীয় কারণ, বিজেপির অন্দরের ঝগড়া। রাজপ্রাসাদ তাই এই প্রথম ভোটের উত্তাপ থেকে বহু দূরে। সর্বেন্দ্র সিং অফিস কেয়ারটেকারকে বললেন, ‘চেয়ারগুলো ঢুকিয়ে আনো। কেউ আসবে না। কেউ আসে  না।’ কারণ কী? গোয়ালিয়রে এখন দু’রকম বিজেপি। সরগরম কাম্পু পার্টি অফিসে নির্বাচনের জন্য যাঁরা প্রবল ব্যস্ত, এঁরা সকলেই আদি বিজেপি। নরেন্দ্র সিং তোমারের গোষ্ঠী। তারাই এতকাল ছিল দলের সর্বেসর্বা। কংগ্রেসের কর্মী-বিধায়কদের নিয়ে আচমকা মহারাজা নিজেই যে বিজেপিতে যোগ দেবেন, গেরুয়া নেতা-কর্মীদের কাছে এ আজও অবিশ্বাস্য। মহেন্দ্র কুশওয়া নিজে বিজেপির সাধারণ সম্পাদক। অথচ ভাবলেশহীন হয়ে বললেন, ‘আমাদের দল তো রাজা মহারাজা দেখে চলে না। আমরা সাধারণ মানুষের পার্টি। মহারাজা ব্যস্ত গুনায়। তাতে কী! মোদিজির গ্যারান্টি তো আছে।’ বস্তুত সিন্ধিয়া ক্যাম্পের কেউ গোয়ালিয়রে প্রচার করছেন না। বরং তোমারের প্রভাব কমুক, এটাই চান তাঁরা। অতএব বিজেপি প্রার্থী ভরত সিং কুশওয়ার শ্যাম রাখি না কুল অবস্থা। সিন্ধিয়া যদি এবার গুনায় জিতে যান, তিনি আগামী দিনে শক্তিশালী বিজেপি নেতা হবেন। অতএব তাঁকে উপেক্ষা করা যায় না। আবার নরেন্দ্র সিং তোমার তাঁর গডফাদার। তাঁকেও অশ্রদ্ধা করা যাবে না। বিজেপি বনাম বিজেপির এই গোপন লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস কোথায়? গ্যালারিতে বসে ভোট দেখছে। এই সেদিন বিধানসভা ভোটে  হেরে যাওয়া প্রবীণ পাঠককে প্রার্থী করা হয়েছে। তাঁকে গোয়ালিয়র শহরের বাইরে কেউ চেনেও না। জানেও না। কীসের ভরসায় লড়ছেন তিনি? যাদব ভোটের ভরসায়। শিল্প নেই। চাকরি নেই। উন্নয়ন নেই। মলিন গোয়ালিয়রের মনই নেই ভোটে।

04th  May, 2024
হরিয়ানার নুহতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড, মৃত ৯

যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ৯ জনের। জখম কমপক্ষে ২৪ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মোট ৬০ জন যাত্রী ছিলেন ওই বাসে। ওই বাসে থাকা বেশিরভাগ যাত্রীই তীর্থ করতে গিয়েছিলেন মথুরা ও বৃন্দাবনে।
বিশদ

কেজরির ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে চড় ও লাথি মারার অভিযোগ মালিওয়ালের

অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল। জানিয়েছেন, অভিযুক্ত বৈভব কুমার তাঁর গালে সাত-আটবার চড় মেরেছেন। তাঁর বুকে-পেটে লাথি মেরেছেন। বিশদ

কেন্দ্র সারণ: রুডিকে হারাতে ছুটছেন রোহিণী, আসল লড়াই ‘মেঘনাদ’ লালুরই

‘আমার নাম রেকর্ড বুকে ওঠা উচিত। একই পরিবারের সবচেয়ে বেশি সদস্যকে হারানোর জন্য’। কিছুটা রসিকতার ছলেই বলে চললেন রাজীব প্রতাপ রুডি। সারণের সাংসদ। এবারও বিজেপির প্রার্থী তিনিই। ২০১৪ সালে এই কেন্দ্রে রুডি হারিয়েছিলেন লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীকে। বিশদ

রবিবার জাতীয় রাজনীতির হাইভোল্টেজ ম্যাচ, বাংলার দুই জেলায় সম্মুখসমরে মোদি-মমতা

কলকাতা ও বাঁকুড়া: ষষ্ঠ দফার নির্বাচনকে মাথায় রেখে দুই জেলায় রাজনৈতিক কর্মকাণ্ডে সম্মুখসমরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়া ও বাঁকুড়ায় মেগা কর্মসূচিতে হাজির হচ্ছেন মোদি ও মমতা।
বিশদ

লাদাখকে যারা রক্ষা করবেন তারাই ক্ষমতায় আসুক: ওয়াংচুক

চলতি বছরের মার্চ মাস। লাদাখকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে অনশনে বসেছিলেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। শূন্যের নীচে তাপমাত্রায় অনশনে বসেছিলেন বাস্তবের ‘র‌্যাঞ্চো’। কিন্তু মন গলেনি কেন্দ্রের বিজেপি সরকারের। বিশদ

কেন্দ্র উত্তর-পূর্ব দিল্লি: ‘ঘরের ছেলে’ মনোজ বনাম ‘বহিরাগত’ কানহাইয়া, ভোটের লড়াই দুই বিহারীবাবু

উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরাবাদ থেকে চাঁদবাগ অঞ্চল পর্যন্ত মধ্যবর্তী এলাকা। সেখানেই স্বল্প সময়ের জন্য দাঁড়িয়ে ছিল ছোট টেম্পো। দু’পাশে নাতিদীর্ঘ ব্যানার সাঁটানো। জোড় হাতে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। বিশদ

আরজেডি ও কংগ্রেসের জোটে ঠোক্কর খাওয়ার আশঙ্কা বিজেপির বিজয় রথের

মধুবনী। নামটা শুনলেই নানা ধরনের আঁকা ছবির কথা মাথায় আসে। মধুবনী পেইন্টিং ঠিক কেমন, তা একঝলক দেখলেই অন্য ছবির থেকে আলাদা করা যায়। বিহারের মিথিলাতেই এই মধুবনী। যে অঞ্চলের ঘরে ঘরে মহিলারা নানা ধরনের ছবি আঁকাতে মগ্ন। বিশদ

কেন্দ্র ফতেপুর: হ্যাটট্রিক করার লক্ষ্যে সাধ্বী নিরঞ্জন, চিন্তা ত্রিমুখী লড়াই

উত্তরপ্রদেশে বদলাচ্ছে সমীকরণ। ব্যতিক্রম নয় ফতেপুর লোকসভা কেন্দ্রটিও। ত্রিমুখী লড়াইয়ে জমজমাট এই কেন্দ্রের ভোট প্রচার। আগামী ২০ মে পঞ্চম দফায় এই আসনে ভোট। ২০১৪ ও ২০১৯-দু’বারেই বিজেপিকে এই আসনে জয় এনে দিয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বিশদ

সুলতানপুরে অস্তিত্ব রক্ষার একক লড়াই মানেকার

দিদি অম্বিকা ভেবেছিলেন, ২৫ বছর বয়সি ছোটবোন, আর বোনের শাশুড়িকে সামনে বসিয়ে কিছু একটা বোঝাতে সক্ষম হবেন। তাই গাড়ি নিয়েই ছুটে এসেছিলেন। কিন্তু এসে দেখেন, পরিস্থিতি হাতের বাইরে। ধীরেন ব্রহ্মচারী এবং আর কে ধাওয়ান চুপ করে দাঁড়িয়ে। বিশদ

ঘাটকোপার বিলবোর্ড বিপর্যয়: বারবার ঠিকানা বদলে পুলিসকে ধোঁকা দিতে চেষ্টা করেছিল ভবেশ

তিনদিন ধরে পুলিসকে ধোকা দিচ্ছিলেন ঘাটকোপার বিলবোর্ড দুর্ঘটনায় মূল অভিযুক্ত ভবেশ ভিন্দে। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার তাঁকে রাজস্থানের উদয়পুর থেকে গ্রেপ্তার করে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। বিশদ

সম্পত্তি মাত্র ২ টাকা, হরিয়ানা থেকে ভোট-যুদ্ধে রনধীর সিং

লোকসভা নির্বাচনের সময় যখন প্রার্থীদের কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য পাওয়া যাচ্ছে, তখন নজির গড়লেন হরিয়ানা রাজ্যের রোহতক লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী রনধীর সিং। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র দু’টাকা। বিশদ

মথুয়ার কৃষ্ণ জন্মভূমি-শাহি ঈদগাহ মামলায় নয়া মোড়

মথুয়ার কৃষ্ণ জন্মভূমি-শাহি ঈদগাহ মামলায় নয়া মোড়। হিন্দুপক্ষের দাবি, বিতর্কিত সম্পত্তির মালিকানা সংক্রান্ত কোন নথি মসজিদ কমিটি কিংবা ওয়াকফ বোর্ড জমা দেয়নি। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টে এমনটাই জানিয়েছেন হিন্দুপক্ষের আইনজীবী। বিশদ

‘সংকীর্ণ দৃষ্টি’ ঠিক নয়, চাবাহার বন্দর নিয়ে আমেরিকাকে জবাব ভারতের

চাবাহার বন্দর পরিচালনা নিয়ে গত সোমবার ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে ভারত। তেহরানের সঙ্গে এই ‘সখ্য’ নিয়ে ভারতের উপর ক্ষুব্ধ আমেরিকা। নয়াদিল্লিকে এজন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে ইতিমধ্যে হুমকিও দিয়েছে ওয়াশিংটন।
বিশদ

পাটনায় স্কুলের নালা থেকে উদ্ধার শিশুর দেহ, আগুন লাগাল উত্তেজিত জনতা

স্কুল থেকে বাড়ি ফেরেনি তিন বছরের শিশু। খোঁজাখুঁজি করতে গিয়ে স্কুলেরই নিকাশি নালা থেকে উদ্ধার হল ওই নাবালকের দেহ। শুক্রবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পাটনার দিঘা এলাকা। দেহ উদ্ধারের পর ওই বেসরকারি স্কুলটিতে হামলা চালায় শিশুটির পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা। বিশদ

Pages: 12345

একনজরে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে পড়ল ব্যানারা। উলুবেড়িয়ায় ভোট গ্রহণের তিনদিন আগে টাঙানো এই ব্যানার ঘিরে চাঞ্চল্য ছড়াল ফুলেশ্বরের মনসাতলায়। ...

ডেভেলপমেন্ট লিগ ফাইনালের আগে পারদ চড়ছে মুম্বইয়ে। আজ খেতাবি লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। বিনো জর্জের দলকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি শঙ্করলাল চক্রবর্তীর পাঞ্জাব। অন্যদিকে ...

গঙ্গার নীচ দিয়ে কীভাবে চলছে মেট্রো? বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলোজিক্যাল মিউজিয়ামে (বিআইটিএম) গেলে তা দেখা যাবে। শনিবার বিশ্ব সংরক্ষণশালা দিবস। এই বিশেষ দিন উপলক্ষ্যে ...

কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন মঙ্গোলিয়ার দুই পর্বতারোহী। গত রবিবার শেষ তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তখন তাঁরা এভারেস্টের চূড়া থেকে মাত্র ৩ হাজার ৩০০ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ঘরে বা পথেঘাটে পড়ে গিয়ে শরীরে বড় আঘাত পেতে পারেন। আমদানি রপ্তানির ব্যবসা ভালো হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক জাদুঘর দিবস
১০৪৮: কবি ও দার্শনিক ওমর খৈয়ামের জন্ম
১৭৯৮: লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন
১৮০৪: ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন
১৮৬০: আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন
১৮৭২: ইংরেজ শিক্ষাবিদ,দার্শনিক ও লেখক বারট্রান্ড রাসেলের জন্ম
১৮৮৬: লেখক অক্ষয়কুমার দত্তের মৃত্যু
১৯১২: প্রথম ভারতীয় চলচ্চিত্র দাদাসাহেব নির্মিত শ্রী পুন্ডলিক মুক্তি পেল তৎকালিন বম্বেতে
১৯৩৩: ভারতের একাদশ প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জন্ম
১৯৩৪: চারণ কবি মুকুন্দ দাসের মৃত্যু
১৯৪৩: বিশিষ্ট বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকারের মৃত্যু
১৯৭৪: রাজস্থানের পোখরানের ভূগর্ভে সফলভাবে পরমাণু বিস্ফোরণ (‘স্মাইলিং বুদ্ধ’) ঘটিয়ে ভারত হল পরমাণু শক্তিধর দেশ 
১৯৯৯: বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৮ টাকা ৮৪.৪২ টাকা
পাউন্ড ১০৪.০৩ টাকা ১০৭.৫০ টাকা
ইউরো ৮৯.১৭ টাকা ৯২.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,২০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৫৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৬,৭৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৬,৮৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৮ মে, ২০২৪। দশমী ১৬/০ দিবা ১১/২৩। উত্তরফল্গুনী নক্ষত্র ৪৮/৩১ রাত্রি ১২/২৩। সূর্যোদয় ৪/৫৯/৬, সূর্যাস্ত ৬/৭/৪। অমৃতযোগ দিবা ৩/২৯ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫১ গতে ৭/৩৪ মধ্যে পুনঃ ১১/১১ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৯ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫১ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৫৯ মধ্যে। বারবেলা ৬/৩৮ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫০ মধ্যে পুনঃ ৪/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/২৯ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। 
৪ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৮ মে, ২০২৪। দশমী দিবা ১১/২৩। উত্তরফল্গুনী নক্ষত্র রাত্রি ১২/৩১। সূর্যোাদয় ৪/৫৯, সূর্যাস্ত ৬/৯। অমৃতযোগ দিবা ৩/৩৬ গতে ৬/৯ মধ্যে এবং রাত্রি ৭/০ গতে ৭/৪২ মধ্যে ও ১১/১৬ গতে ১/২২ মধ্যে ও ২/৪৮ গতে ৪/৫৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৪৮ মধ্যে ও ৯/২২ গতে ১২/৪ মধ্যে। কালবেলা ৬/৩৮ মধ্যে ও ১/১৩ গতে ২/৫১ মধ্যে ও ৪/৩০ গতে ৬/৯। কালরাত্রি ৭/৩০ মধ্যে ও ৩/৩৮ গতে ৪/৫৮ মধ্যে। 
৯ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
অশ্লীল ভিডিও কাণ্ডে প্রোজ্জ্বল সহ সব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান দেবেগৌড়া

01:31:52 PM

পুলিসি হেফাজতে থাকাকালীন দম্পতির মৃত্যু! বিক্ষোভ গ্রামবাসীদের
পুলিসি হেফাজতে থাকাকালীন আত্মঘাতী স্বামী-স্ত্রী! ক্ষোভে থানায় ভাঙচুর চালিয়ে আগুন ...বিশদ

01:26:22 PM

স্বাতী মালিওয়াল হেনস্তা কাণ্ড: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিস

01:10:30 PM

সিপিএম কর্মীদের উপর হামলার প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও যাদবপুরের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্যের

01:07:14 PM

পাটুলি থানার সামনে বামেদের বিক্ষোভের জেরে বন্ধ গড়িয়াগামী রাস্তা

01:04:00 PM

স্বাতী মালিওয়াল হেনস্তা কাণ্ড: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে আটক করল দিল্লি পুলিস

12:55:07 PM