বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ন’কোটি অনুমোদন, ৫০টি নতুন বাস পাচ্ছে এনবিএসটিসি, হবে কর্মীনিয়োগ

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম খুব শীঘ্রই ৫০টি নতুন বাস পেতে চলেছে। পরিবহণ দপ্তরের থেকে নিগমকে এই বাসগুলি দেওয়া হবে। যা কিনতে প্রায় ন’কোটি টাকা ব্যয় হবে। 
কোভিড পরবর্তী সময়ে এনবিএসটিসি ৭০টিরও বেশি বাস কিনে ধাপে ধাপে রাস্তায় নামিয়েছে। এবার আরও ৫০টি বাস পেলে সেই বাসগুলি বিভিন্ন রুটে নামালে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও অনেকটাই উন্নত হবে। শুধু বাসের সমস্যাই নয়, নিগম দীর্ঘদিন ধরে কর্মীসঙ্কটেও ভুগছে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে নিগমের কিছু জায়গার ডিপো চালানোও এখন দায় হয়ে পড়েছে। এছাড়াও অফিসের কর্মী, চালক, কন্ডাক্টরও প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। এই পরিস্থিতিতে নিগম দীর্ঘদিন ধরেই রাজ্যে কর্মী নিয়োগের দাবি জানিয়ে আসছে। 
মঙ্গলবার এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কলকাতায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। সেখানেই বাসের অনুমোদন সংক্রান্ত বিষয়, কর্মী নিয়োগের আশ্বাস, শিলিগুড়িতে নতুন টার্মিনাস গড়া সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে পার্থবাবুর দাবি। 
চেয়ারম্যান বলেন, আমরা আগেই গাড়ি চেয়েছিলাম। পরিবহণ দপ্তর কেন্দ্রীয়ভাবে একলপ্তে গাড়ি কিনবে। সেখান থেকে ৫০টি বাস আমরা পাব। তার অনুমোদন পেয়েছি। এরজন্য প্রায় ন’কোটি টাকা ব্যয় হবে। গত দু’বছরে আমরা ৭১টি বাস পেয়েছি। কর্মী নিয়োগের বিষয়েও মন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে এদিন। জমিজট, শিলিগুড়িতে বাস টার্মিনাস নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। আশা করছি, ৫০টি নতুন বাস আসতে দুই-তিন মাস সময় লাগবে। 
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, এক একটি বাস কিনতে ১৭-১৮ লক্ষ টাকা খরচ হবে। পাশাপাশি চালক ও কন্ডাক্টর মিলিয়ে ৩৫০ জন ও ১০০ জন অফিস কর্মী নিয়োগের কথা আগেই নিগম রাজ্যে জানিয়েছিল। সেই বিষয়েই এদিন পজিটিভ আলোচনা হয়েছে। এই বিষয়টি অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে। 
এদিকে, শিলিগুড়িতে হিমুল ক্যাটেল ফিল্ডে নিগমের জমি রয়েছে। সেখানে বড় আকারে বাস টার্মিনাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ৯ একর জমি আছে বলে নিগম সূত্রে জানা গিয়েছে। এটি হলে আগামী দিনে শিলিগুড়ি শহরের যানজট কমাতে জংশন থেকে বাস টার্মিনাস সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এছাড়াও নিগমের বেশকিছু ডিপো সংস্কারের বিষয়েও এদিন আলোচনা হয়েছে।  ফাইল চিত্র।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা