বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ভিখারির বেশে মোবাইল চুরি, বৃদ্ধার ব্যাগে মিলল ৩টি ফোন

সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা শহর সংলগ্ন পচাগড়ের বাইশগুড়িতে এক বৃদ্ধা মোবাইল চুরি করে পালানোর সময়ে ধরা পড়ে যায়। এ ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই বৃদ্ধা এক বাসিন্দার বাড়িতে ভিক্ষে চাইতে ঢুকেছিল। সবার অলক্ষ্যে সে ঘরে ঢুকে দামি একটি মোবাইল ফোন নিয়ে হাঁটা দেয়। বাড়ির লোকজনের সন্দেহ হওয়ায় তাকে আটক করে ব্যাগে তল্লাশি চালায়। সেই সময়ে উদ্ধার হয় আরও দু’টি দামি মোবাইল। বেশ কয়েকটি সিম ইজেক্টরও বৃদ্ধার ব্যাগে পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ ওই বৃদ্ধা অন্য কোথাও ওই মোবাইল দু’টি চুরি করে। বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলেও সে তার নাম-ঠিকানা বলেনি। পরে মাথাভাঙা থানার পুলিস বৃদ্ধাকে থানায় নিয়ে যায়। পুলিস জানিয়েছে, বৃদ্ধার বাড়ি কোচবিহার-১ ব্লকের সুটকাবাড়িতে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
পচাগড়ের পঞ্চানন মোড় সংলগ্ন বাইশগুড়ির বাসিন্দা হায়দর মিয়াঁর বাড়িতে ভিক্ষে চাইতে ঢোকে ওই বৃদ্ধা। হায়দর মিয়াঁ বলেন, বাড়ির সকলেই কাজে ব্যস্ত ছিল। আচমকা লক্ষ্য করি বৃদ্ধা ঘর থেকে বের হচ্ছে। জিজ্ঞেস করলে ঘরে না ঢোকার কথা জানায়। সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। বাইরে বেরিয়ে দেখি বৃদ্ধা অনেকটা দূরে চলে গিয়েছে। এরপর বৃদ্ধাকে আটক করি। ওর ব্যাগে আমার মোবাইল সহ আরও দু’টি মোবাইল পাই। ওই দু’টি ফোনের সিমকার্ড খুলে ফেলেছিল বৃদ্ধা। পরে পুলিসের হাতে তুলে দিয়েছি ওকে। 
এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় বলেন, মোবাইল হাতিয়ে পালানোর সময় এক বৃদ্ধাকে আটক করেছিল স্থানীয়রা। আমাদের সন্দেহ ওই বৃদ্ধাকে সামনে রেখে চুরি করছে কোনও চক্র। পুলিসকে জানিয়েছি, চুরি রুখতে ওই দুষ্কৃতীদের ধরা প্রয়োজন। অন্যদিকে, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, মোবাইল সহ এক মহিলাকে আটক করেছিল স্থানীয়রা। আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা