বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ছ’বছরে ভবন হয়নি, মঙ্গলবাড়ি গার্লস জুনিয়র হাইস্কুলের ঠাঁই অন্য জায়গায়

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ সার্কেলের পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি গার্লস জুনিয়র হাইস্কুলের নিজস্ব ভবন তৈরি হয়নি। সেজন্য গত ছ’বছরের বেশি সময় মর্নিং শিফটে অস্থায়ীভাবে ওই স্কুলের ক্লাস হয় স্থানীয় বাচামারি জিকে হাইস্কুলের ভবনে। সকাল দশটার পর থেকে জিকে স্কুলের পড়ুয়ারা নিজস্ব ভবনে আসতে শুরু করে। সেজন্য সাড়ে দশটার আগে ওই অস্থায়ী স্কুলের ভবন জুনিয়র গার্লস স্কুল কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হচ্ছে। সেজন্য পূর্ণ সময় পড়ুয়ারা পাচ্ছে না। শুধু তাই নয়, সময়ের অভাবে খুদে পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি তাইকোন্ড, নাচ, গান স্কুল কর্তৃপক্ষ শেখাতে পারছে না বলে শিক্ষিকারা আক্ষেপ করেছেন। স্থানীয় অভিভাবকেরা স্কুলের নতুন ভবনের দাবি করেছেন। স্কুল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবাড়ি সদর এলাকার মধ্যে গার্লস স্কুল তৈরির দাবি দীর্ঘদিনের। ২০১৯ সালে গার্লস জুনিয়ার হাইস্কুল প্রতিষ্ঠা হয়। সেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে। চারটি ক্লাস মিলে ছাত্রীর সংখ্যা ২৪৩ জন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী মজুমদার বলেন, বাচামারি জিকে হাইস্কুলে অস্থায়ীভাবে ক্লাস চলছে। আমাদের মর্নিংয়ে স্কুল। শীতের সময় বলে ৭টা থেকে ক্লাস হচ্ছে। সাড়ে দশটার আগে মিড ডে মিল খাইয়ে ছেড়ে দিতে হয়। 
দিপালীর দাবি, এক্ষেত্রে পড়ুয়ারা অনেক কম সময় পাচ্ছে। স্কুলের জন্য আলাদা ভবন করে হলে ঠিকমতো ক্লাস করানো যাবে। এতে পড়ুয়ারা উপকৃত হবে। সপ্তম শ্রেণির পড়ুয়া নূপুর পালের কথায়, আমাদের স্কুলের আলাদা জায়গা এবং  দুপুরে পঠনপাঠন হলে সুবিধা হয়। মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ বলেন, স্কুলের জায়গার সমস্যা রয়েছে। শহরে জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পুরসভা কর্তৃপক্ষ বিষয়টি দেখছে বলে জানিয়েছে।
 অস্থায়ীভাবে ক্লাস চলছে অন্য স্কুলের ভবনে।-নিজস্ব চিত্র
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা