বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জনসংযোগ বাড়াতে শ্রমিকদের সঙ্গে পিকনিকে তৃণমূল নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সামনে বিধানসভা নির্বাচন। তাই দলকে আরও সংগঠিত করার কাজে কোনও ক্ষেত্রকেই বাদ দিচ্ছে না কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উত্তরবঙ্গে জানুয়ারি মাসের রবিবার মানেই পিকনিকে যাওয়ার হিড়িক। ডুয়ার্সজুড়ে নদী, অরণ্য, পাহাড়, জঙ্গলের কোলে হাজার মানুষ ভিড় করে পিকনিকে মেতে ওঠে। রবিবারের দুপুরে একঝাঁক তৃণমূল নেতা যোগ দেন পিকনিকের আসরে। কে নেই সেই দলে? কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খোকন মিঁয়া, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি পরিমল বর্মন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আইজুল হক সহ আরও অনেকে। 
কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এসেছে। যে ‘কাকা’ রবীন্দ্রনাথ ঘোষ ‘ভাইপো’ পার্থপ্রতিম রায়ের কার্যত মুখ দর্শন করতেন না তাঁরা এখন একে অপরের ছায়াসঙ্গী। একসঙ্গে পিকনিকেও যান। অপরদিকে, ‘কাকা-ভাইপো’ বিরোধী গোষ্ঠী বিভিন্ন সভা-সমিতি থেকে রীতিমতো নাম না করে তাঁদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। ফলে জেলায় তৃণমূলের অন্দরের রাজনীতি বেশ সরগরম হয়ে রয়েছে। ফাটল রীতিমতো চওড়া হচ্ছে। 
তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মাঠে নেমে কাজ করছেন। তবে পিকনিকে যাওয়ার সময় তাঁর নেই বলে জানিয়েছেন। অন্যদিকে রবিবাবু কিন্তু নির্মাণ শ্রমিকদের ডাকে পিকনিকে গিয়েও জনসংযোগ করেন। সারা দিন শ্রমিকদের সঙ্গে যেমন কাটান তেমনই কোচবিহার, আলিপুরদুয়ার থেকে আসা বহু মানুষের সঙ্গে পিকনিক স্পটে বসেই খোলামেলা আড্ডা দিয়েছেন। 
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবি ঘোষ বলেন, নির্মাণ শ্রমিক সংগঠনের আমন্ত্রণে এদিন দক্ষিণ পোড়োবস্তিতে পিকনিকে গিয়েছিলাম। বহু বছর পর পিকনিকে যাই। বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে। পরোটা ও গরম গরম সব্জি দিয়ে টিফিন করেছি। দুপুরে মেনুতে ছিল মাছ, মুরগির মাংস, পাঁঠার মাংস, চাটনি, দই, মিষ্টি। যাঁরা যা বলছেন বলুক। পরে বুঝলে নিজেরাই অনুতপ্ত হবেন। কিন্তু তখন আর সময় থাকবে না। 
জেলা তৃণমূল সভাপতি বলেন, সকালে চড়কের কুঠিতে পদযাত্রা করেছি। একটি ক্রিকেট কোচিং ক্যাম্পে গিয়েছি। নিজের ওয়ার্ডেও গিয়েছি। শীতলকুচিতে সভা করেছি। কাজ করে সময় পাওয়া যাচ্ছে না। বিধানসভায় জিততে হবে তো! নিজস্ব চিত্র।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা