বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিধানসভা ভিত্তিক কর্মিসভায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার ডাকঘড়া হাইস্কুলের মাঠে শীতলকুচি বিধানসভা ভিত্তিক কর্মিসভা করে তৃণমূল কংগ্রেস। সভায় দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া উপস্থিত ছিলেন। শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন ও প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ মাথাভাঙা-১ ও মাথাভাঙা-২ ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা ছিলেন। সভার শুরু থেকে দলেরই একাংশকে কটাক্ষ করে বক্তব্য রাখেন বক্তারা। নাম না করে ব্লকস্তর ও জেলাস্তরের একাধিক নেতাকে কটাক্ষ করা হয়। অপরদিকে, ব্লকস্তরের একাধিক নেতাকে কর্মিসভায় ডাকাই হয়নি। ফলে নিচুতলার কর্মিদের আগামী বিধানসভা নির্বাচনে জোরকদমে প্রচার করার নিদান দেওয়া হলেও দলে কোন্দল যে প্রকট আকার ধারণ করছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 
সাংসদ বলেন, এখানকার কিছু নেতা বৈঠকে আসেননি। ওরা বলছে ব্লক সভাপতি ওদের পাত্তা দেয় না। হাজার হাজার কর্মি এসেছেন। ব্লক সভাপতি তো কাউকে ব্যক্তিগতভাবে বলেননি। এভাবে বলাও সম্ভব নয়। তৃণমূল চলন্ত ট্রেন, এখানে যাঁরা উঠতে চাইবেন তাঁরা উঠতে পারেন। ট্রেন কারও জন্য অপেক্ষা করে থাকবে না। জেলা সভাপতি বলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। 
তবে এদিন মঞ্চে ছিলেন না প্রাক্তন ব্লক সভাপতি আবেদ আলি মিয়াঁ, কিষান খেত মজুরের ব্লক সভাপতি সাহের আলি মিয়াঁ, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণকিশোর রায় সিংহ। মাথাভাঙা-১ ব্লকের তৃণমূল নেতা তথা জেলা আইএনটিটিইউসি’র সাধারণ সম্পাদক আলিজার রহমান আসেননি। আলিজার বলেন, আমরা তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি। বিধানসভা ভিত্তিক কর্মিসভা হল, অথচ আমাদের কিছুই বলা হল না। উল্টো জেলা নেতাদের একাংশকে ও আমাদের কয়েকজনকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছে। এটা চরম অপমানের। 
যদিও তৃণমূলের মাথাভাঙা-১ ব্লক (এ) সভাপতি মহেন্দ্রনাথ বর্মন বলেন, জেলা নেতৃত্বের আহ্বানে কর্মিসভা হয়েছে। অনেকেই দলের একাধিক কর্মসূচিতে আসেন না। কে বাইরে কি বলেছেন, এটা নিয়ে কিছু বলার নেই।  
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা