বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মাংস কিনে ফেরার পথে পিষে দিল লরি, মৃত্যু বাবা-ছেলের

সংবাদদাতা, দেওয়ানহাট: ছুটির রবিবারের ভালোমন্দ না খেলে কি হয়! কিন্তু সেই ইচ্ছেপূরণই যে দুর্ঘটনায় বাবা-ছেলের প্রাণ কেড়ে নেবে, তা কল্পনাও করতে পারছেন না কেউ।
ইচ্ছে ছিল শীতের দুপুরে কচি পাঁঠার মাংস আর মনসাই নদীর বৈরালি মাছ দিয়ে ছেলের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করবেন। সেজন্য রবিবার সকালে কর্মস্থল শীতলকুচি থেকে আসার পথে বাবা-ছেলে চান্দামারি বাজারে যান। মৃদুল মণ্ডল(২৬)কে সঙ্গে নিয়ে পাঁঠার মাংস ও বৈরালি মাছ কেনেন মদন মণ্ডল (৪৬)। এরপর বাজরের থলে বাইকে ঝুলিয়ে ছেলের বাইকের পিছনে বসে নিশিগঞ্জে নিজেদের বাড়ির দিকে দুজনে রওনা দেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু আচমকা রাস্তার উল্টো দিক থেকে আসা বালি-বোঝাই একটি ট্রাক তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় রাস্তায় একদিকে পরে থাকে বাবা-ছেলের রক্তাক্ত নিথর দেহ, অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মাছ ও মাংসের প্যাকেট। দুর্ঘটনার পর ছুটে আসেন আশপাশের লোকজন। খবর যায় পুলিসে। তারা এসে দেহ দুটি উদ্ধার করে কোচবিহারে নিয়ে এসে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ নিশিগঞ্জের সিটকিবাড়ি গ্রাম। আক্ষেপের সুরে গ্রামের বাসিন্দারা বলছেন, বাবা-ছেলের আর একসঙ্গে খাওয়ার ইচ্ছেটা  পূরণ হল না। এটাই হয়তো নিয়তির লেখা ছিল। এলাকার বাসিন্দারা দ্রুত গতিতে ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। 
সকাল ১০টার পরে দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবসে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মৃতদের বাড়ি সিটকিবাড়ি গ্রামে। মৃত মদন মণ্ডলের আত্মীয় পরেশ সরকার বলেন, দাদা বনদপ্তরের অস্থায়ী কর্মী ছিলেন। সকালে শীতলকুচি থেকে ডিউটি করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে তার ছেলেও ছিল। তারা মানসাই নদী পেরিয়ে চান্দামারি বাজারে মাছ-মাংস কিনেছিল।  বাইকে চেপে বাড়ি ফেরার সময় একটি বালি-বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদা ও ভাইপোর।
এবিষয়ে কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ছেলের বাইকে করে বাজার করে বাবা ছেলে বাড়ি ফিরছিলেন। সেসময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিষে দেয়। দুজনের মাথা থেতলে যায়। একজনের মাথায় হেলমেট ছিল। রাস্তাটিও সংকীর্ণ ছিল। ঘটনার তদন্ত হচ্ছে। নিজস্ব চিত্র।
22h 22m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা