বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কাউন্সিলারদের জনসংযোগ বৃদ্ধির নির্দেশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে জয় এসেছে। এবার কোচবিহারে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। কিন্তু গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে যে অন্যান্য পুরসভার মতোই কোচবিহার পুরসভা এলাকাতেও দল প্রচুর ভোটে পিছিয়ে রয়েছে। তাই সেদিকে লক্ষ্য রেখেই এবার এখন থেকেই কাউন্সিলারদের জনসংযোগ বৃদ্ধির উপরে জোর দিচ্ছে জেলা তৃণমূল। ওয়ার্ডের কাউন্সিলাররা যাতে নিজেদের এলাকার বাসিন্দাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে জনসংযোগ বৃদ্ধি করেন সেদিকে নজর দেওয়া হচ্ছে। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক নিজে কোচবিহার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। তিনি নিজে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ৪৫০টি পরিবারকে সেখানে শামিল করেছেন। এমনটা সকলকেই করার নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি এলাকাবাসী যাতে কাউন্সিলারদের সব সময় কাছে পান, কাউন্সিলারের বাড়ির বেল বাজিয়ে যাতে বাসিন্দাদের ফিরে যেতে না হয়, সেদিকে কড়া নজর রাখতে বলা হচ্ছে। কেউ নিজের বাড়ির অফিসে বসে মানুষের সমস্যার কথা শুনতেই পারেন। কিন্তু কোনওভাবেই যাতে মানুষ ফিরে না যায় সেদিকে নজর রাখতে হবে বলেও তিনি কাউন্সিলারদের পরামর্শ দিচ্ছেন। রবিবার নিজের ১৬ নম্বর ওয়ার্ডে একটি কাউন্সিলার অফিসের কাজের সূচনাও করেন তিনি। আগামী দিনে সেখানে বসে কাজ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
অভিজিৎ দে ভৌমিক বলেন, প্রত্যেক কাউন্সিলারের বাড়ি মানুষের জন্য খোলা রাখা উচিত। মানুষ যাতে কলিংবেল বাজিয়ে বাজিয়ে ফিরে না যান। আমি নিজে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। কারুর হয়ত এমনটা আছেও। এটাকে বড় মাত্রায় নিয়ে যেতে হবে। ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার অফিসের জায়গা নির্বাচন করা হয়েছে। নতুন বাজারে সেই অফিস হবে। সোমবার থেকে এর কাজ হবে। আমরা সব দিকেই নজর রাখছি। যাতে ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ আরও বৃদ্ধি পায়।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা