বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ফালাকাটায় মহাসড়কের কাজে বাধা স্থানীয়দের, ক্ষতিপূরণ দাবি

সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা শহরকে বাইপাস করে বড়ডোবা হয়ে  ধূপগুড়ি থেকে সলসলাবাড়ি পর্যন্ত হতে চলেছে মহাসড়ক। রাস্তার জন্য ইতিমধ্যে জমি চিহ্নিত করে পিলার বসিয়েছে মহাসড়ক কর্তৃপক্ষ। তবে সেই পিলার বসলেও সরকারি নোটিসে সঠিক জমির পরিমাণ উল্লেখ না থাকার পাশাপাশি জমির মূল্য জানানো হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। ফলে গোটা বিষয় নিয়ে ধন্দে রয়েছে বড়ডোবার ১২০টি কৃষক পরিবার। শনিবার সকালে মহাসড়ক নির্মাণ কাজের বরাতপ্রাপ্য ঠিকাদার সংস্থা তাদের মালপত্র নিয়ে বড়ডোবা গ্রামের মুজাইন নদী সংলগ্ন এলাকায় আসে। পিলার বসানোর কাজ শুরু করে। সেই খবর ছড়িয়ে পড়তেই গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। পরে ওই ঠিকাদারি সংস্থার কর্মীরা কাজ বন্ধ করে বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে যান। বিক্ষোভকারী রেখা রানি সরকার, চপলা বিশ্বাস’রা বলেন, এলাকার কাউকে না জানিয়ে মহাসড়কের জন্য এদিন ঠিকাদারি সংস্থার কর্মীরা পিলার বানানোর কাজ শুরু করে। অভিযোগ, এলাকার ১২০ জন কৃষকের প্রায় ৩০ একরের উপরে চাষের ও বাড়ির জমি গিয়েছে মহাসড়কের কাজে। কিন্তু মহাসড়ক কর্তৃপক্ষ কোনও ক্ষতিপূরণ ও সঠিক জমির পরিমাণ উল্লেখ না করে কাজ শুরু করতে চাইছে। এলাকাবাসীরা বিষয়টি জেলাশাসক, মহাসড়ক কর্তৃপক্ষকে জানিয়েছে। তার পরেও কোনও সুরাহা না করে কাজ শুরু করা হয়। মহাসড়ক কর্তৃপক্ষ ক্ষতিপূরণের বিষয়টি না জানালে কাজ করতে দেব না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবিষয়ে বিডিও অনীক রায় বলেন, এরকম নোটিস নিয়ে অনেক এলাকায় বিভ্রান্তি রয়েছে। চাষিরা আমাকে বিষয়টি লিখিত জানালে তা আমি ভূমি অধিগ্রহণ দপ্তরে পাঠিয়ে দেব। - নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা