বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

সরকারি ইংলিশ স্কুলে দ্রুত পঠনপাঠন শুরু করতে উদ্যোগী সিতাইয়ের বিধায়ক

সংবাদদাতা, দিনহাটা: বছর তিনেক আগে তৈরি হয়েছে মডেল ইংলিশ মিডিয়াম স্কুল। সিতাইয়ের পূর্ব কোনাচাত্রায় বিল্ডিং তৈরি হলেও, শুরু হয়নি পঠন-পাঠন। দপ্তরের গড়িমসির বিষয়টি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নজরে আনেন সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। বৃহস্পতিবার কলকাতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানান তিনি। এরপরেই নড়েচড়ে বসে কোচবিহারের শীর্ষ কর্তারা। ভবনটি দেখতে হাজির হন শিক্ষাদপ্তরের আধিকারিকরা। দ্রুত পঠন-পাঠন শুরু করার বিষয়ে পরিকল্পনা শুরু করেছেন তাঁরা। 
সিতাইয়ের পূর্ব কোনাচাত্রায় মডেল ইংলিশ মিডিয়াম বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের জন্য বিল্ডিংও তৈরি করে পূর্তদপ্তর। ২০২১ সালেই সম্পূর্ণ হয় কাজ। বিল্ডিং তৈরি হলেও ক্লাস শুরু হয়নি। অব্যবহৃত বিল্ডিংটিতে নির্বাচনের সময় নিরাপত্তা কর্মীদের রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ফেরত যাওয়ার পরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিংটি। একাধিক শ্রেণিকক্ষের দরজা-জানালা ভেঙে ফেলা হয়েছে। পঠন-পাঠন শুরু করার জন্য শিক্ষক নিয়োগ প্রয়োজন। দ্রুত শিক্ষক নিয়োগ হলেই ক্লাস শুরু করা সম্ভব। আপাতত অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমেই ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। 
সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বলেন, গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করে মডেল বিদ্যালয়টির বিষয়ে জানাই। দ্রুত পঠন-পাঠন শুরু করার বিষয়ে মন্ত্রীকে অনুরোধ করেছি। 
কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, শিক্ষাদপ্তরের আধিকারিকরা মডেল স্কুলটি পরিদর্শনে এসেছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে পঠন-পাঠন শুরু করার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন বলে তাঁরা জানিয়েছেন।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা