বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কুয়াশার অভাবে সর্ষের ফলন কমার আশঙ্কা তপনে

সংবাদদাতা, তপন: সর্ষের চাষ বেড়েছে তপন ব্লকে। তবে এবার পর্যাপ্ত কুয়াশার অভাবে ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা। গত বছর দাম ভালো পাওয়ায় এবার কৃষকদের মধ্যে সর্ষে চাষে বাড়তি ঝোঁক দেখা গিয়েছে। গত বছর ব্লকে ১৭ হাজার হেক্টর জমিতে সর্ষে চাষ হয়েছিল। কুইন্টাল প্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা দরে বাজারে সর্ষে বিক্রি করেছিলেন চাষিরা। যা গম বা অন্যান্য রবিশস্য চাষের চেয়ে লাভজনক। এবছর সর্ষে চাষের জমি হাজার হেক্টর বেড়েছে।   
এদিকে এখনও কুয়াশার তেমন দেখা নেই। এমনটা চলতে থাকলে ফলন মার খাবে বলে আশঙ্কা করছেন চাষিরা। গাঙ্গুরিয়ার সর্ষে চাষি খগেন্দ্রনাথ বর্মন বলেন, গত বছর গম চাষ করে তেমন লাভ করতে পারিনি। কাঠা পাঁচেক জমিতে সর্ষে চাষ করে ভালো দাম পেয়েছিলাম। এবছর দুই বিঘা জমিতে সর্ষে চাষ করেছি। তবে শীত এবং কুয়াশা পর্যাপ্ত না থাকায় রোগপোকার আক্রমণ বেড়েছে। ফলন কমতে পারে। তেমনটা হলে অনেকটাই লোকসান হবে। 
দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য কৃষি অধিকর্তা প্রণব কুমার মুখোপাধ্যায় বলেন, গত বছরের তুলনায় এবার জেলায় সর্ষে চাষের এলাকা অনেকটাই বেড়েছে। সব জায়গাতেই ফিল্ডে গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কুয়াশার জন্য কোনওরকম সমস্যা এখনও পর্যন্ত আমাদের নজরে আসেনি। কৃষকরা যদি কোনও আশঙ্কা করে থাকেন, তাহলে তাঁরা যেন অবশ্যই শস্যবিমা যোজনায় আবেদন করেন। পরবর্তীতে ফসলের ক্ষতি হলে সেখান থেকেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন। - নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা